ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৪) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনে উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়। মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তার বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়।
এর আগে, যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।








