ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর চলন্ত মোটরসাইকেলে থাকা মতিয়ার রহমান মতি নামে একজনকে গুলি করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে সীমান্ত এলাকার ভাষানপোতা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
মতি মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের আজিজুল ইসলাম গটুর ছেলে। তিনি কেস পার্টনার মকলেছুর রহমানের সঙ্গে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। মহেশপুরের ভৈরবা বাজারে মকলেছুরকে নামিয়ে দিয়ে একাই বাড়ি ফিরছিলেন মতি। এ সময় ভৈরবা বাজার থেকে অস্ত্রধারী দুই ব্যক্তি তার মোটরসাইকেলের পিছু নেয়। ভাষানপোতা গ্রামের মাঠে পৌঁছালে তারা পিছন থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মাহামুদা জানান, মতি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও সীমান্ত সূত্র জানায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি মহেশপুরে সোনা চোরাচালানের বিরোধে দুই ব্যক্তি গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর থেকে মতি সীমান্ত এলাকায় সোনাসহ চোরাচালানের ঘাট নিয়ন্ত্রণ করতেন। প্রতিপক্ষ তরিকুল ইসলাম আকালের সঙ্গে চোরাচালান ও অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সোমবার বিকেলে তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা মতির উপর গুলি চালায়। এর আগেও মতির উপর হামলা হয়েছিল, কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজু বলেন, মতিয়ার রহমান মতি পিঠের পিছন থেকে গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মহেশপুর-কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সায়েম ইউসুফ জানিয়েছেন, বাঘাডাঙ্গা গ্রামের ইব্রাহীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।








