ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির সবচেয়ে কঠিন সময়ে আশার বাতিঘর হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, বেগম খালেদা জিয়া ছিলেন সব নেতার মধ্যে সবচেয়ে করুণাময়, প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ স্তরের একজন দেশপ্রেমিক। তিনি শেষ পর্যন্ত একজন যোদ্ধা হিসেবে দেশের মানুষের পাশে থেকেছেন এবং সবচেয়ে কঠিন সময়ে জাতির জন্য আশার বাতিঘর হয়ে উঠেছিলেন। তার আজীবন সংগ্রামের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রকৃত চেতনাকে সংজ্ঞায়িত করেছেন।
তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া ছিলেন আমার নায়ক ও অনুপ্রেরণার উৎস। বেগম খালেদা জিয়া শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাতের সবচেয়ে সুন্দর স্থান দান করুন। আপনি চির শান্তিতে ঘুমান।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।








