সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : একদিনের বিরতি শেষে আবার মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বিপিএলের পাশাপাশি আজ টিভির পর্দায় থাকছে বিগ ব্যাশ লিগ ও এসএ টোয়েন্টির ম্যাচ। ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে ইতালিয়ান সিরি আ লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
আজকের ক্রিকেট সূচি অনুযায়ী দুপুরে বিপিএলের ম্যাচ দিয়ে শুরু হবে খেলার ব্যস্ত দিন। বেলা একটায় টি স্পোর্টস এ দেখা যাবে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের লড়াই। সন্ধ্যা ছয়টায় একই চ্যানেলে সম্প্রচার হবে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে বিগ ব্যাশ লিগে আজ মুখোমুখি হবে হোবার্ট হারিকেনস ও মেলবোর্ন রেনেগেডস। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে, সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২। রাতে এসএ টোয়েন্টিতে ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়ার ম্যাচটি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে, সেটিও দেখা যাবে স্টার স্পোর্টস ২ চ্যানেলে।
ফুটবলে ইতালিয়ান সিরি আ লিগে রাতে মাঠে নামবে রোমা ও জেনোয়া। ম্যাচটি শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে, সরাসরি সম্প্রচার করবে ডিএজেডএন।








