ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঘন কুয়াশা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আরিচা-কাজিরহাট নৌরুটে ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্বের কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার তীব্রতা কমে এলে সকালে সাড়ে ৮টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার দিবাগত রাত সোয়া ৪টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, শনিবার হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্বের কারণে ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে এবং ৯টা ৫০ মিনিটে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ পদ্মা নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় চারটি ফেরি নোঙর করেছিল।
কুয়াশা নদীপথে কমে এলে সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে পার করা হচ্ছে।








