বাইজিদ আহাম্মেদ নরসিংদী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ পলাশ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি ও মন্ত্রী ড.আব্দুল মঈন খান এর পক্ষে পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় গজারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে শুরু হওয়া এ প্রচারণা ইটাখোলা হয়ে আমতলায় গিয়ে শেষ হয়।
গণসংযোগকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সবার সাথে কুশল বিনিময় করেন। এলাকার শান্তি, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন— যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক আরিফ গজারিয়া ইউনিয়ন বিএনপি, ছাত্রনেতা রুবেল ও অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগে আমিনুল ইসলাম বলেন,
নরসিংদী-২ পলাশের মানুষের জন্য ড. আব্দুল মঈন খান এর বিকল্প নাই, পলাশ একটি ফুলের নাম পুরো নির্বাচনী এলাকা ফুলের মতো সাজুক যার স্বপ্ন ড. আব্দুল মঈন খান বাস্তবায়ন করতে চান। আপনারা মঈন খান স্যারকে ভোট দিলে পলাশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেবে বলে আশ্বাস ব্যক্ত করেন।
তিনি আরও বলেন,
“ড. মঈন খান দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না এবং কাউকে করতে দেব না ইনশাল্লাহ। নির্বাচিত হলে নরসিংদী-২ আসনে সুশাসন, শান্তি ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হবে।
গণসংযোগকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রচার কার্যক্রমে এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন তিনি এবং তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।








