আবু মুসা মোহন-:মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় এইচআরসি স্মার্ট স্কুল প্রথম স্থান অর্জন করেছে।
(১৬ ডিসেম্বর) রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কুচকাওয়াজ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। এ সময় এইচআরসি স্মার্ট স্কুলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের ইংরেজি ভার্সনের শিক্ষিকা হ্যাপি ম্যাম এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সালমান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করলেও শৃঙ্খলা, কৌশল ও নান্দনিক উপস্থাপনায় বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে এইচআরসি স্মার্ট স্কুলের দল। প্রথম স্থান অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।








