সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কেউ প্রায় পুরো দল ধরে রেখেছে। আবার কেউ অধিনায়ককেই ছেড়ে দিয়েছে। কারও পকেটে রয়েছে মাত্র ২ কোটি টাকা। আবার কেউ ৬৪ কোটি নিয়ে নামবে আইপিএলের নিলামে।
মঙ্গলাবার (১৬ ডিসেম্বর) আবু ধাবিতে হবে এবারের আইপিএলের মিনি নিলাম। গতবার বড় নিলাম হওয়ায় এবার শুধু জায়গা পূরণের লক্ষ্যে নামবে প্রতিযোগিতার ১০ দল। প্রতিটি দলের চাহিদা আলাদা। দেখে নেওয়া যাক- নিলামে কোন দল কাদের নেওয়ার জন্য ঝাঁপাবে।
কলকাতা নাইট রাইডার্স
হাতে কত- ৬৪ কোটি ৩০ লাখ টাকা
ধরে রাখা ক্রিকেটার- অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভম্যান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।
জায়গা বাকি- ১৩ ক্রিকেটার আর এর মধ্যে ৬ বিদেশি
জায়গা কোথায়- নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামবে কেকেআর। সবচেয়ে বেশি ক্রিকেটারও কিনতে হবে তাদের। দলে একজন বিদেশি ওপেনার প্রয়োজন। পাশাপাশি অধিনায়কও বদল করতে পারে কেকেআর। আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ায় এক বিদেশি অলরাউন্ডারের খোঁজ করতে হবে শাহরুখ খানদের। পাশাপাশি বিদেশি পেসারের দিকেও নজর থাকবে কেকেআরের।
নজরে কারা- ক্যামেরন গ্রিন, বেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, সরফরাজ় খান, কুইন্টন ডি’কক, জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, মাথিসা পাথিরানা, ম্যাট হেনরি।
চেন্নাই সুপার কিংস
হাতে কত- ৪৩ কোটি ৪০ লাখ টাকা
ধরে রাখা ক্রিকেটার- মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন (নিলামের আগে ট্রেডে নেওয়া), শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, নুর আহমেদ, অংশুল কম্বোজ, নেথান এলিস, খলিল আহমেদ, উর্বিল পটেল, গুরজপনীত সিংহ, মুকেশ চৌধরী, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়স গোপাল ও জেমি ওভারটন।
জায়গা বাকি- ৯ ক্রিকেটার আর এর মধ্যে ৪ বিদেশি।
জায়গা কোথায়- মিডল অর্ডারে দু’জন ব্যাটার প্রয়োজন চেন্নাইয়ের। রবীন্দ্র জাডেজা ও স্যাম কারেন না থাকায় অলরাউন্ডার দরকার তাদেরে। পাশাপাশি এক বিদেশি স্পিনার ও বিদেশি পেসার নেওয়ার দিকেও নজর থাকবে ধোনিদের।
নজরে কারা- ক্যামেরন গ্রিন, বেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টোন, জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েল, মুস্তাফিজ়ুর রহমান।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
হাতে কত- ১৬ কোটি ৪০ লাখ টাকা
ধরে রাখা ক্রিকেটার- রজত পাটীদার, ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পড়িক্কল, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ড্য, রোমারিয়ো শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হেজ়লউড, সুযশ শর্মা, যশ দয়াল, রসিখ দার, অভিনন্দন সিংহ, স্বপ্নিল সিংহ, জেকব বেথেল ও নুয়ান তুষারা।
জায়গা বাকি- ৮ ক্রিকেটার আর এর মধ্যে ২ বিদেশি।
জায়গা কোথায়- দলে খুব বেশি ফাঁক নেই গত বারের চ্যাম্পিয়নদের। তবে হেজ়লউডের চোট থাকায় বিদেশি পেসারের দিকে নজর খাকবে তাদের। পাশাপাশি ভারতীয় ব্যাটারের দিকে নজর রাখবে কোহলিদের দল।
নজরে কারা- লুঙ্গি এনগিডি, আলজারি জোসেফ, তাসকিন আহমেদ, স্পেনসার জনসন, সরফরাজ় খান।
লখনৌ সুপার জায়ান্টস
হাতে কত- ২২ কোটি ৯৫ লাখ টাকা
ধরে রাখা ক্রিকেটার- ঋষভ পন্থ, আব্দুল সামাদ, এডেন মার্করাম, আকাশ সিংহ, অর্জুন তেন্ডুলকর (নিলামের আগে ট্রেডে নেওয়া), আর্শিন কুলকর্ণি, আবেশ খান, আয়ুষ বাদোনি, দিগ্বেশ রাঠী, হিম্মত সিংহ, এম সিদ্ধার্থ, ম্যাথু ব্রিৎজ়কে, মায়াঙ্ক যাদব, মহম্মদ শামি (নিলামের আগে ট্রেডে নেওয়া), মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব ও শাহবাজ় আহমেদ।
জায়গা বাকি- ৬ ক্রিকেটার আর এর মধ্যে ৪ বিদেশি।
জায়গা কোথায়- মিডল অর্ডারে ভাল বিদেশি দরকার লখনউয়ের। বোলিং আক্রমণে ভারতীয়দের আধিক্য রয়েছে। ফলে ভাল বিদেশি পেসারও চাইবেন সঞ্জীব গোয়েন্কারা।
নজরে কারা- জেসন হোল্ডার, আলজারি জোসেফ, অনরিখ নোখিয়া, উইয়ান মুল্ডার।
গুজরাত টাইটান্স
হাতে কত- ১২ কোটি ৯০ লাখ টাকা
ধরে রাখা ক্রিকেটার- শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওতিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অনুজ রাওয়াত, গুরনুর সিংহ ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, কুমার কুশাগ্র, মানব সুথার, আরশাদ খান ও নিশান্ত সিন্ধু।
জায়গা বাকি- ৫ ক্রিকেটার আর এর মধ্যে ৪ বিদেশি।
জায়গা কোথায়- বেশি ফাঁক না থাকলেও দলে বিদেশির সংখ্যা কম। শারফেন রাদারফোর্ডের মতো মিডল অর্ডারে খেলা বিদেশির বিকল্প নেওয়ার চেষ্টা করবে তারা। বিদেশি পেসারের দিকেও তাদের নজর থাকবে।
নজরে কারা- ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, কুশল মেন্ডিস, জনি বেয়ারস্টো, ম্যাট হেনরি, অনরিখ নোখিয়া, জেকব ডাফি, অ্যাডাম মিলনে।
রাজস্থান রয়্যালস
হাতে কত- ১৬ কোটি ০৫ লাখ টাকা
ধরে রাখা ক্রিকেটার- বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, স্যাম কারেন (নিলামের আগে ট্রেডে নেওয়া), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ের, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, রবীন্দ্র জাডেজা (নিলামের আগে ট্রেডে নেওয়া), জফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, কেওয়ান মাফাকা, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, শুভম দুবে ও যুদ্ধবীর চড়ক।
জায়গা বাকি- ৯ ক্রিকেটার আর এর মধ্যে ১ বিদেশি।
জায়গা কোথায়- মাত্র এক বিদেশিই নিতে পারবে তারা। তবে অধিনায়ক সঞ্জু স্যামসনকে ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক লাগবে তাদের। সেই জায়গায় দেখা যেতে পারে রিয়ান পরাগকে। ভারতীয় স্পিনার লাগবে তাদের।
নজরে কারা- রবি বিশ্নোই, রাহুল চহার, বিগ্নেশ পুথুর, সরফরাজ় খান।
দিল্লি ক্যাপিটালস
হাতে কত- ২১ কোটি ৮০ লাখ টাকা।
ধরে রাখা ক্রিকেটার- অক্ষর পটেল, লোকেশ রাহুল, অভিষেক পোড়েল, নীতীশ রানা, করুণ নায়ার, সমীর রিজ়ভি, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন, অজয় মণ্ডল, মাধব তিওয়ারি, ত্রিুপুর্ণ বিজয় ও দুষ্মন্ত চামিরা।
জায়গা বাকি- ৮ ক্রিকেটার আর এর মধ্যে ৫ বিদেশি।
জায়গা কোথায়- ফাফ ডুপ্লেসি চলে যাওয়ায় টপ অর্ডারে ভাল বিদেশি দরকার। পাশাপাশি মিচেল স্টার্কেরও বিকল্প তৈরি রাখতে হবে তাদের।
নজরে কারা- কুইন্টন ডি’কক, পাথুম নিশঙ্ক, জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, মাথিশা পাথিরানা, ম্যাট হেনরি ও মুস্তাফিজ়ুর রহমান।
সানরাইজার্স হায়দরাবাদ
হাতে কত- ২৫ কোটি ৫০ লাখ টাকা।
ধরে রাখা ক্রিকেটার- প্যাট কামিন্স, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গা, হর্ষ দুবে, হর্ষল পটেল, হাইনরিখ ক্লাসেন, ঈশান কিশন, জয়দেব উনাদকাত, কামিন্দু মেন্ডিস, নীতীশ কুমার রেড্ডি, আর স্মরণ, ট্রেভিস হেড ও জিশান আনসারি।
জায়গা বাকি- ১০ ক্রিকেটার আর এর মধ্যে ২ বিদেশি।
জায়গা কোথায়- ডেথ ওভারে বল করার মতো পেসারের খোঁজ করবে হায়দরাবাদ। পাশাপাশি নীতীশ রেড্ডির ফর্ম খারাপ থাকায় মিডল অর্ডারেও ব্যাটারের দিকে নজর থাকবে তাদের।
নজরে কারা- আকাশদীপ, সরফরাজ় খান, লিয়াম লিভিংস্টোন।
পাঞ্জাব কিংস
হাতে কত- ১১ কোটি ৫০ লাখ টাকা।
ধরে রাখা ক্রিকেটার- শ্রেয়স আয়ার, অর্শদীপ সিংহ, আজমাতুল্লা ওমরজাই, হারনুর সিংহ পান্নু, হরপ্রীত ব্রার, লকি ফার্গুসন, মার্কো জানসেন, মার্কাস স্টোইনিস, মিচ ওয়েন, মুশির খান, নেহাল ওয়াধেরা, প্রভসিমরন সিংহ, প্রিয়াংশ আর্য, পি অবিনাশ, শশাঙ্ক সিংহ, সূর্যাংশ শেরগে, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার বৈশাখ, জ়েভিয়ার বার্টলেট, যশ ঠাকুর ও যুজবেন্দ্র চহল।
জায়গা বাকি- ৪ ক্রিকেটার আর এর মধ্যে ২ বিদেশি।
জায়গা কোথায়- সবচেয়ে বেশি ক্রিকেটার ধরে রেখেছে পঞ্জাব। দলে খুব একটা ফাঁক নেই গত বারের ফাইনালিস্টদের। তবে এক বিদেশি উইকেটরক্ষক ও পেসারের দিকে নজর রাখতে পারে তারা।
নজরে কারা- শাই হোপ, জনি বেয়ারস্টো, ম্যাট হেনরি, অনরিখ নোখিয়া, রাহুল চহার, রবি বিশ্নোই।
মুম্বাই ইন্ডিয়ান্স
হাতে কত- ২ কোটি ৭৫ লাখ টাকা
ধরে রাখা ক্রিকেটার- হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর (নিলামের আগে ট্রেডে নেওয়া), শারফেন রাদারফোর্ড (নিলামের আগে ট্রেডে নেওয়া), মায়াঙ্ক মারকণ্ডে (নিলামের আগে ট্রেডে নেওয়া), আল্লা গজ়নফর, অশ্বনী কুমার, কর্বিন বশ, দীপক চহার, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রোহিত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট ও উইল জ্যাকস।
জায়গা বাকি- ৫ ক্রিকেটার আর এর মধে ১ বিদেশি।
জায়গা কোথায়- সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে নামবে মুম্বাই। ফলে বেশি লড়াই করতে পারবে না তারা। অন্তত এক বিদেশি কেনার চেষ্টা করবে হার্দিকদের দল। রিকেলটন ফর্মে না থাকায় বিকল্প বিদেশি উইকেটরক্ষকের দিকে নজর থাকবে তাদের।
নজরে কারা- জনি বেয়ারস্টো, কুশল মেন্ডিস, জেমি স্মিথ, টিম সেইফার্ট।
তথ্য সূত্র- আনন্দবাজার পত্রিকা।








