ফাইল ছবি
অনলাইন ডেস্ক : খুলনার রূপসায় সাগর নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সাগর গ্রিন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে। স্থানীয়রা জানান, রাতে গ্রিন বাংলা হাউজিংয়ে বাড়িতে যাচ্ছিলেন সাগর। পথিমধ্যে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি তার হাটুতে লাগে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে।







