সংস্কার উদ্দীপনা ‘ম্রিয়মাণ’ হয়ে গেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে যে উদ্দীপনা ও উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ শুরু হয়েছিল, তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, ‘যে উদ্দীপনা, উত্তেজনা নিয়ে আমরা সংস্কারের প্রক্রিয়া শুরু করেছিলাম সরকারের উদ্যোগে, সরকারের আহ্বানে—সেই উদ্যোগ বা উদ্দীপনা কোথায় যেন ম্রিয়মাণ হয়ে গেল।’

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই ম্রিয়মাণ হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কতগুলো অভিজ্ঞতা হয়েছে। আসলে নকশা করা যত কঠিন, বাস্তবায়ন করা অত সহজ না। অতীতে প্রতিযোগিতাহীন রাজনীতির কারণে দেশে প্রতিযোগিতাহীন অর্থনীতির সৃষ্টি হয়েছে। এর ফলে যে উন্নয়ন বয়ান দাঁড় করানো হয়েছিল, তা অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত ছিল এবং অংশগ্রহণমূলক ছিল না।

সাধারণ মানুষ সেই উন্নয়নের পূর্ণ সুবিধা সব সময় পায়নি বলেও মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় বলেন, ‘একপর্যায়ে দেশে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর উত্থান ঘটে, যারা ক্রনি ক্যাপিটালিজম বা চামচা পুঁজিবাদ থেকে লুটপাতন্ত্রের দিকে দেশকে ঠেলে দেয়। এর ফলে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নীতি প্রণয়নের যে ক্ষমতা থাকা উচিত, তা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়।

২৪-এর নাগরিক ও ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ‘সেই অভিজ্ঞতা সংস্কারের প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে। কীভাবে সংস্কারের মাধ্যমে সংস্কারবিরোধী চক্র ভাঙা যায় এবং গণপক্ষে অর্থনীতি ও সমাজনীতি পরিচালনা করা যায়—এটাই এখন মূল চ্যালেঞ্জ।’

সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই ক্ষেত্রে যে পরিমাণ স্বচ্ছতা, তথ্য-উপাত্তের ধারাবাহিকতা এবং যোগাযোগ দরকার ছিল, তা সব সময় বজায় রাখা হয়নি। সরকারের ভেতরে সমন্বয়ের ঘাটতি ছিল এবং অংশীজনদের সংগঠিত করার ক্ষেত্রেও পর্যাপ্ত উদ্যোগ দেখা যায়নি।’

তিনি বলেন, ‘শুধু সংস্কারের নকশা করলেই হয় না। নাগরিকদের সচেতন অংশগ্রহণ ছাড়া সংস্কার অসম্পূর্ণ থেকে যায়। সেই সুযোগে স্বার্থের গোষ্ঠী সংস্কারকে কুক্ষিগত করে ফেলতে পারে, যা শেষ পর্যন্ত মানুষের পক্ষে যায় না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একজন বিপ্লবী আহত হবে, তারপর সরকার নড়েচড়ে বসবে—এমন সরকার আমরা চাই না: জামায়াত আমির

» জাহান্নাম থেকে হলেও হামলাকারীকে আনতে হবে : জুমার হুঁশিয়ারি

» ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

» স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি

» বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে অন্য কোনও পতাকা উত্তোলন করা যাবে না

» সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো হাদিকে

» জনগণের পূর্ণ রাজনৈতিক ও আর্থসামাজিক মুক্তি এখনও অর্জিত হয়নি: রাষ্ট্রপতি

» ভারতে নিরাপদ আশ্রয়ে বসে জুলাই বিপ্লবীদের টার্গেট কিলিংয়ে লিপ্ত হাসিনা: মাহমুদুর রহমান

» মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের জেরে বাবার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

» কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে: দর্শনা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংস্কার উদ্দীপনা ‘ম্রিয়মাণ’ হয়ে গেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে যে উদ্দীপনা ও উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ শুরু হয়েছিল, তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, ‘যে উদ্দীপনা, উত্তেজনা নিয়ে আমরা সংস্কারের প্রক্রিয়া শুরু করেছিলাম সরকারের উদ্যোগে, সরকারের আহ্বানে—সেই উদ্যোগ বা উদ্দীপনা কোথায় যেন ম্রিয়মাণ হয়ে গেল।’

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই ম্রিয়মাণ হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কতগুলো অভিজ্ঞতা হয়েছে। আসলে নকশা করা যত কঠিন, বাস্তবায়ন করা অত সহজ না। অতীতে প্রতিযোগিতাহীন রাজনীতির কারণে দেশে প্রতিযোগিতাহীন অর্থনীতির সৃষ্টি হয়েছে। এর ফলে যে উন্নয়ন বয়ান দাঁড় করানো হয়েছিল, তা অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত ছিল এবং অংশগ্রহণমূলক ছিল না।

সাধারণ মানুষ সেই উন্নয়নের পূর্ণ সুবিধা সব সময় পায়নি বলেও মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় বলেন, ‘একপর্যায়ে দেশে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর উত্থান ঘটে, যারা ক্রনি ক্যাপিটালিজম বা চামচা পুঁজিবাদ থেকে লুটপাতন্ত্রের দিকে দেশকে ঠেলে দেয়। এর ফলে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নীতি প্রণয়নের যে ক্ষমতা থাকা উচিত, তা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়।

২৪-এর নাগরিক ও ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ‘সেই অভিজ্ঞতা সংস্কারের প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে। কীভাবে সংস্কারের মাধ্যমে সংস্কারবিরোধী চক্র ভাঙা যায় এবং গণপক্ষে অর্থনীতি ও সমাজনীতি পরিচালনা করা যায়—এটাই এখন মূল চ্যালেঞ্জ।’

সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই ক্ষেত্রে যে পরিমাণ স্বচ্ছতা, তথ্য-উপাত্তের ধারাবাহিকতা এবং যোগাযোগ দরকার ছিল, তা সব সময় বজায় রাখা হয়নি। সরকারের ভেতরে সমন্বয়ের ঘাটতি ছিল এবং অংশীজনদের সংগঠিত করার ক্ষেত্রেও পর্যাপ্ত উদ্যোগ দেখা যায়নি।’

তিনি বলেন, ‘শুধু সংস্কারের নকশা করলেই হয় না। নাগরিকদের সচেতন অংশগ্রহণ ছাড়া সংস্কার অসম্পূর্ণ থেকে যায়। সেই সুযোগে স্বার্থের গোষ্ঠী সংস্কারকে কুক্ষিগত করে ফেলতে পারে, যা শেষ পর্যন্ত মানুষের পক্ষে যায় না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com