ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : অবসর সময়ে গান শুনতে কার না ভালো লাগে। একা বসে নির্জনে গান শুনলে, গানের পূর্ণতা পাওয়া যায়। তবে অনলাইনে টাকা খরচ করে অনেকেই গান শুনতে চান না। আবার ফোনের স্পেস না থাকায় গান ডাউনলোডও করা যায় না।

এদিকে অনলাইনে নিখরচায় গান শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। সার্চ করলেই চোখের সামনে ভেসে ওঠে পছন্দের সব গানের তালিকা। তবে একটি ঝামেলা থেকে যায় স্ক্রিন বন্ধ করলেই গান থেমে যায়, যা অনেকের জন্য বিরক্তিকর। তবে, কিন্তু কয়েকটি সহজ কৌশল জানলে অ্যান্ড্রয়েড বা আইফোন দুই ধরনের ফোনেই স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউব থেকে গান শোনা সম্ভব।

সাধারণভাবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলেই ব্যাকগ্রাউন্ডে গান শোনা যায়, যার মাসিক খরচ প্রায় ১২ ডলার। তবে এর বিকল্প হিসেবে কিছু ব্রাউজার ও স্ট্রিমিং সেবা ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবের গান শোনা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক

ব্রেভ (Brave) ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে সহজ স্ক্রিন বন্ধ রেখে গান শুনতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ব্রাউজারটি ডাউনলোড করে খুলুন। এরপর ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে পছন্দের ভিডিও চালু করুন। তারপর Settings → Multimedia → Background Playback অপশনটি চালু করুন। এটি সক্ষম করলেই স্ক্রিন অফ থাকলেও অডিও বাজতে থাকবে। নোটিফিকেশন বার থেকেও প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যাবে।

ব্রেভ ব্যবহার না করতে চাইলে Chrome বা Firefox দিয়েও ব্যাকগ্রাউন্ডে অডিও চালানো যায়। সেক্ষেত্রে ইউটিউব অ্যাপ থেকে ভিডিওর লিংক কপি করে ব্রাউজারে পেস্ট করুন। ভিডিও চালু অবস্থায় স্ক্রিন লক করলে অডিও সাময়িকভাবে থেমে যাবে, তবে স্ক্রিন আনলক করলে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আবার চালু করা যাবে। ইউটিউব প্রিমিয়াম ছাড়া অ্যান্ড্রয়েডে ব্যাকগ্রাউন্ডে গান শোনার এটি কার্যকর বিকল্প।

আইফোনে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনার উপায় :

আইফোনে Safari ব্রাউজার ব্যবহার করলেই কাজটি সহজে করা যায়। Safari খুলে youtube.com-এ গিয়ে ভিডিও চালান। এরপর পেজটিকে Desktop Mode-এ পরিবর্তন করুন। এখন স্ক্রিন লক করুন বা ব্রাউজার থেকে বের হয়ে যান। তারপর নিচের দিক থেকে সোয়াইপ করে Control Center খুলে মিডিয়া প্লেয়ারের প্লে বোতাম চাপুন। এতে স্ক্রিন বন্ধ থাকলেও অডিও চলতে থাকবে।

এই কৌশলগুলো ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন দুই প্ল্যাটফর্মেই বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনা যায়। চাইলে YouTube Music কিংবা অন্য স্ট্রিমিং অ্যাপেও একই সুবিধা পাওয়া সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ওসমান হাদীর সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের

» হাসপাতালে মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান উদ্দেশ্যপ্রণোদিত: ইশরাক

» আমার সবকিছুর বিনিময়ে হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন: মাহমুদুর রহমান

» ‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি’: আসিফ নজরুল

» দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

» ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে

» আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

» রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ

» বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫০৬ জন গ্রেফতার

» চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না আমিও না: প্রেস সচিব

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : অবসর সময়ে গান শুনতে কার না ভালো লাগে। একা বসে নির্জনে গান শুনলে, গানের পূর্ণতা পাওয়া যায়। তবে অনলাইনে টাকা খরচ করে অনেকেই গান শুনতে চান না। আবার ফোনের স্পেস না থাকায় গান ডাউনলোডও করা যায় না।

এদিকে অনলাইনে নিখরচায় গান শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। সার্চ করলেই চোখের সামনে ভেসে ওঠে পছন্দের সব গানের তালিকা। তবে একটি ঝামেলা থেকে যায় স্ক্রিন বন্ধ করলেই গান থেমে যায়, যা অনেকের জন্য বিরক্তিকর। তবে, কিন্তু কয়েকটি সহজ কৌশল জানলে অ্যান্ড্রয়েড বা আইফোন দুই ধরনের ফোনেই স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউব থেকে গান শোনা সম্ভব।

সাধারণভাবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলেই ব্যাকগ্রাউন্ডে গান শোনা যায়, যার মাসিক খরচ প্রায় ১২ ডলার। তবে এর বিকল্প হিসেবে কিছু ব্রাউজার ও স্ট্রিমিং সেবা ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবের গান শোনা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক

ব্রেভ (Brave) ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে সহজ স্ক্রিন বন্ধ রেখে গান শুনতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ব্রাউজারটি ডাউনলোড করে খুলুন। এরপর ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে পছন্দের ভিডিও চালু করুন। তারপর Settings → Multimedia → Background Playback অপশনটি চালু করুন। এটি সক্ষম করলেই স্ক্রিন অফ থাকলেও অডিও বাজতে থাকবে। নোটিফিকেশন বার থেকেও প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যাবে।

ব্রেভ ব্যবহার না করতে চাইলে Chrome বা Firefox দিয়েও ব্যাকগ্রাউন্ডে অডিও চালানো যায়। সেক্ষেত্রে ইউটিউব অ্যাপ থেকে ভিডিওর লিংক কপি করে ব্রাউজারে পেস্ট করুন। ভিডিও চালু অবস্থায় স্ক্রিন লক করলে অডিও সাময়িকভাবে থেমে যাবে, তবে স্ক্রিন আনলক করলে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আবার চালু করা যাবে। ইউটিউব প্রিমিয়াম ছাড়া অ্যান্ড্রয়েডে ব্যাকগ্রাউন্ডে গান শোনার এটি কার্যকর বিকল্প।

আইফোনে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনার উপায় :

আইফোনে Safari ব্রাউজার ব্যবহার করলেই কাজটি সহজে করা যায়। Safari খুলে youtube.com-এ গিয়ে ভিডিও চালান। এরপর পেজটিকে Desktop Mode-এ পরিবর্তন করুন। এখন স্ক্রিন লক করুন বা ব্রাউজার থেকে বের হয়ে যান। তারপর নিচের দিক থেকে সোয়াইপ করে Control Center খুলে মিডিয়া প্লেয়ারের প্লে বোতাম চাপুন। এতে স্ক্রিন বন্ধ থাকলেও অডিও চলতে থাকবে।

এই কৌশলগুলো ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন দুই প্ল্যাটফর্মেই বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনা যায়। চাইলে YouTube Music কিংবা অন্য স্ট্রিমিং অ্যাপেও একই সুবিধা পাওয়া সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com