সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নের লক্ষ্যে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগান যুবারা। এই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করল বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই আফগানদের ৩ উইকেটে হারাল যুবারা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নৈপুণ্য দেখালেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। তাদের বিশাল জুটিতেই জয়ের ভিত গড়ে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষদিকে ব্যাটিংয়ে কিছুটা ছন্নছাড়া ভাব দেখা গেলেও আফগানিস্তানকে হারিয়েই মাঠ ছাড়ে লাল সবুজরা। আক্ষেপ রয়ে গেল কেবল আবরারের সেঞ্চুরি মিসের। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলে আউট হন আবরার।
রান তাড়ায় নেমে এদিন শুরুতে বড় জুটি গড়ে তোলেন আবরার ও রিফাত। ২৭তম ওভারে রিফাত আউট হওয়ার আগে দুজনের জুটিতে আসে ১৫১ রান। ৬৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে বাউন্ডারিতে ধরা পড়েন রিফাত। তার কিছুক্ষণ পর সাজঘরের পথ ধরেন আবরারও। ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রানে থামে তার ইনিংস। দুজনের বিদায়ের পর কালাম সিদ্দিকীকে নিয়ে ক্রিজ আঁকড়ে ধরেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তারা ধীরে ধীরে দলকে নিয়ে যান জয়ের পথে। ৪৩তম ওভারে গিয়ে কালাম আউট হলে ভাঙে তাদের ৬৬ রানের জুটি। ৩৬ বলে ৫ চারের মারে ২৯ রান করেন কালাম। অন্যদিকে ক্রিজের আধিপত্য নেয়া তামিম ফেরেন ব্যক্তিগত ৪৭ রানের ইনিংসে। ৪৮ বলে ৩ ছক্কা ও ২ চারে সাজানো ছিল তার ইনিংসটি।
দলের জয়ের জন্য তখন দরকার ছিল ৩৩ বলে ৩৫ রান, হাতে ৬ উইকেট। কিন্তু ৪৭তম ওভারে পরপর দুই রান আউটে হঠাৎ করে চাপে পড়ে যায় লাল সবুজরা। মোহাম্মদ আব্দুল্লাহ (২) ও সামিউন বশিরের (১) বিদায়ের পর অবশ্য শেখ পারভেজ জীবনকে নিয়ে বাকি কাজটা সেরে নেন রিজান হোসেন। যদিও জয়ের জন্য ১ রান বাকি থাকতে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন জীবন। রিজান ১৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। জীবন ৭ বলে ১৩ রান করেন। আফগানদের পক্ষে ৪৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন রুহুউল্লাহ আরব।
এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দলীয় ১৬ রানে আফগানিস্তানের ওপেনার খালিদ আহমদজাইকে (৩) ফেরান সাদ ইসলাম। আরেক ওপেনার ওসমান সাদাত ৬৬ রানের জুটি গড়েন ফয়সালকে সঙ্গে নিয়ে। সামিউন বসিরের বলে ৩৪ রান করে বোল্ড হন সাদাত। এরপর ফয়সাল ও উজাইরউল্লাহ মিলে গড়েন ৯৩ রানের জুটি। ফয়সাল ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনের বলে। এরপর নিয়মিত বিরতিতে ফিরেছেন আফগানিস্তানের ৪ ব্যাটার।
অধিনায়ক মাহবুব খান ১৩, উজাইরউল্লাহ ৪৪, খাতির স্টানিকজাই ১১ ও রুহুল্লাহ আরব (০) দ্রুত ফিরলে আফগানরা বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে। সেখান থেকে আজিজউল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজ দ্রুতগতিতে রান তুলে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন আফগানদের। মিয়াখিল ৩৮ ও আজিজ ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেছেন।







