সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর তুরাগে ১০তলা একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আজ ভোর ৫টা ৫০মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।
সংস্থাটির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগা ভবনটির ৫ তলার ওপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রথমে ছাদে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়। মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৫ জন সামান্য আহত হয়েছেন।
শাহজাহান শিকদার জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।








