সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার আলাইয়ারপুরের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচটি রাইফেল ও একটি এলজি রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ঊর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে ওই কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। ভোরবেলার এ অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছে, সেটি জানা যায়নি। পুলিশ এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে।







