আসাদ হোসেন রিফাতঃ পৃথক পৃথক অভিযানে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিনজন বাংলাদেশী নাগরিক ও ভারতীয় তিনটি গরু আটক করেছে বিজিবি।
জানাগেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের অধিনস্থ ধরলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবি টহল দলের হাতে ০৩ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। অপর দিকে সীমান্ত এলাকায় পৃথকভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ০৩টি ভারতীয় গরু আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিক তিনজন হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী গ্রামের শ্রী সুধির চন্দ্রের ছেলে শ্রী অনিল চন্দ্র (২৮), অনিল চন্দ্রের স্ত্রী শ্রীমতি লিপিরানী (২৫) এবং তার তিন বছর বয়সী মেয়ে শ্রীমতি অর্ন্বপূন্না (০৩)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে হাতীবান্ধা থানায় সোপর্দ করছে বিজিবি।
সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির হাতে মালিকবিহীন আটককৃত ভারতীয় গরুর মূল্য- ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।







