সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : এই শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ড্র। সেখানে কি কেবলই পট থেকে বল তুলে কোন গ্রুপে কে, সেটা নির্ধারণ হবে? না, থাকছে ঝলমলে আয়োজন। লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে হাজির হবেন বিনোদন জগতের নামিদামি ব্যক্তিরা।
এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের খোরাক যোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম। ২০ বছর পর আবারো একই মঞ্চে থাকার রোমাঞ্চ কাজ করছে ৫২ বছর বয়সী সুপারমডেলের মনে, ‘আবারো ফাইনাল ড্র সঞ্চালনা করতে যাচ্ছি, এটা সত্যিই অসাধারণ। ২০ বছর আগে আমার দেশের মাটিতে একই শোতে ছিলাম। বিশ্বকাপের মতো অন্য কিছু পুরো বিশ্বকে একত্রিত করতে পারে না। তিন স্বাগতিক দেশসহ ৪৮ দলকে নিয়ে হতে যাওয়া সেই জাদুকরী মুহূর্তের অংশ হতে পারা অনেক সম্মানের।’
দর্শক-শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার।

ড্রয়ের পর পপ সংগীতদল ভিলেজ পিওপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবে।
ড্র অনুষ্ঠানে বিনোদন জগতের কারা থাকছেন, তা চূড়ান্ত হলেও দল বাছাইয়ের প্রক্রিয়ায় কারা থাকবেন তা পরে জানানো হবে। ফাইনাল ড্রয়ের অনুষ্ঠান ফিফাডটকম ও বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সরাসরি দেখা যাবে।







