সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আওয়ামী যুগে নির্যাতিত-নির্বাসিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গ্রীন সিগন্যালের অপেক্ষায় রয়েছে বিএনপি। আজকে ইউকে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের টিম ঢাকায় এসে গ্রিন সিগন্যাল দিলে তাকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিএনপি।
দলটি বলছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার ও সড়কে ব্যারিকেড দিয়েছে ডিএমপি।
আজ দুপুর ১২ টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন এর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে ইউকে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম ঢাকায় আসছেন। উনারা এসে যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে বিদেশে নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় তাহলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সমন্বিত চিকিৎসকদের সিদ্ধান্তের আলোকে উনাকে লন্ডনে নেয়া হবে বলে জানান তিনি।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে সকল ধরনের প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছেন তিনি। সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়া শারীরিক সকল বিষয় সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছেন বলেও জানান ডাক্তার জাহিদ।
বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, খালেদা জিয়াকে এখন পর্যন্ত দেশের বাহিরে অর্থাৎ লন্ডনের ছেলের কাছে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি রেখেছে বিএনপি। ইউকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম যদি আজকে কোন গ্রিন সিগন্যাল দেয় তাহলে অল্প সময়ের মধ্যে ছেলে তারেক রহমান এর কাছে খালেদা জিয়াকে নেওয়া হবে।







