সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনের এই জোড় ইজতেমা আগামী মঙ্গলবার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তাবলিগের শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাবিবুল্লাহ রায়হান বলেন, প্রতিবছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। দেশ বিদেশি মুসল্লিরা এই জোড় ইজতেমায় শরিক হয়েছেন। বিভিন্ন চিল্লাধারী সাথিরা জোড় ইজতেমায় অংশ নেবেন। বিশ্ব ইজতেমার সফল করার লক্ষ্যেই পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, মাওলানা জোবায়ের অনুসারীদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে।
ওসি আরও জানান, জোড় ইজতেমা উপলক্ষে ময়দানের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ময়দানের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।







