সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : পাকিস্তানে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষের পথে। স্বাগতিকরা আগেই ফাইনাল নিশ্চিত করেছে। অন্য ফাইনালিস্ট কারা, তা চূড়ান্ত হবে আগামীকাল। গতকাল (মঙ্গলবার) জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে তাদের সমীকরণ একদম পরিষ্কার- পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। নয়তো পাকিস্তান-জিম্বাবুয়ে ফাইনাল।
রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ১৭ রানে ২ উইকেট হারায়। মাহিশ থিকশানা দুই ব্যাটারকে ফেরান। মাঝে ওয়ানিন্দু হাসারাঙ্গা টানা দুই ওভারে দুটি উইকেট নেন।
থিকশানার গতি ও হাসারাঙ্গার স্পিনে জিম্বাবুয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি। ৫ উইকেটে ১৪৬ রান করে তারা। সর্বোচ্চ ৩৭ রান করেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ৩৪ রান আসে ওপেনার ব্রায়ান বেনেটের ব্যাটে।
লক্ষ্যে নেমে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৫৯ রানের জুটি ভাঙে। তারপর কোনো বাধা ছাড়া ১৭তম ওভারে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের ইনিংস বড় না হওয়ায় নিসাঙ্কা হয়তো আফসোস করছেন। তিনি ৯৮ রানে অপরাজিত থাকতে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তার ৫৮ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছয়। ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে অন্য প্রান্তে ২৫ রানে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস।
নিসাঙ্কা এই ইনিংস খেলার পথে কুশল পেরেরাকে (২৩০৫) টপকে শ্রীলঙ্কার শীর্ষ টি-টোয়েন্টি ব্যাটারের আসনে বসেছেন। তার রান ২৩২৬।







