ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নরসিংদী কমিউটার ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল মামুন নামে (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়।
আজ সকাল পৌণে ৮টায় নরসিংদীর বাসাইল রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের দরগারবন্ধ গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন থার্মেক্স গ্রুপের এক কারখানায় চাকরি করার সুবাধে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার এক বাসায় ভাড়া থাকতেন। বুধবার সকালে মামুন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে সকাল ৭টা ৪৫ মিনিটে বাসইল রেলগেইট পার হয়ে একটু সামনে যাওয়ার পর ভৈরব থোকে ছেড়ে আসা ঢাকাগামী নরসিংদী কমিউটার ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসাইল রেলগেইটের গেইট ম্যান আনোয়ার হোসেন মানিক জানায়, নরসিংদী কমিউনিটার ট্রেন ও পারাবাত ট্রেন দুটি পাশাপাশি সময়ে আসায় সে হতভম্ব হয়ে পরে। ট্রেন আসছে ট্রেন আসছে বলে আমরা তাকে অনেক ডাকাডাকি করি। শ্রবণ প্রতিবন্ধি হওয়ার কারণে সে আমাদের ডাকা শুনতে পারেনি। পরে সে ট্রেনে কাটা পড়ে।
নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ হস্থান্তর করা হয়েছে।







