সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আদাবর এলাকার শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শেখেরটেক ৯ নম্বর এলাকায় মাসুমের গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্প্রতি নিজস্ব বাহিনী গড়ে তুলেছে রুবেল। নিরীহ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অস্ত্রের মুখে মারধর করে রিকশা ছিনিয়ে নিতো। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, আদাবর এলাকার অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা রুবেলকে একাধিক অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়।







