প্রস্তাব নিয়ে জেলেনস্কির ওপর ট্রাম্পের চাপ, কী বলছে মিত্ররা?

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ২৮ দফা পরিকল্পনার বিষয়ে জানাতে জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সে সম্পর্কে আরও তীর্যক মন্তব্য করেছেন তিনি। তবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয়ান মিত্ররা। তারা ইতোমধ্যে একটি খসড়াও তৈরি করেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেলেনস্কি হোয়াইট হাউসের শান্তি প্রস্তাবে সম্মতি দিতে পারেন, নতুবা ‘তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন।’ শনিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তবে জেলেনস্কিকে ঘিরে কিছুটা নমনীয়তার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রতি এটিই তার চূড়ান্ত প্রস্তাব কি না জানতে চাইলে, ‘না’ বলে জবাব দেন ট্রাম্প। তিনি আরও বলেন, ‘আমি শান্তি চাই। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল… আমরা যুদ্ধ শেষ করার চেষ্টা করছি। যেকোনোভাবে আমাদের শেষ করতেই হবে।’

এদিকে এই প্রস্তাব নিয়ে ইউরোপের মিত্ররা উদ্বেগ জানিয়েছেন। শনিবার জোহানেসবার্গে জি–২০ বৈঠকের ফাঁকে ইউরোপের বেশ কয়েকজন নেতা একটি পাল্টা প্রস্তাবের খসড়া তৈরি করেছেন। তারা যুক্তরাষ্ট্রের মূল প্রস্তাবে আরও কাজ করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জসহ ওই নেতারা এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর প্রস্তাবিত বিধিনিষেধ নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে এটি দেশটিকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

বিবৃতিতে তার বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নে ইইউ ও সদস্য রাষ্ট্রগুলোর সম্মতি নিতে হবে। আমরা তা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি।

ইউরোপের পাল্টা প্রস্তাবে বলা হয়েছে, কিয়েভের সশস্ত্র বাহিনীর ওপর কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা যাবে না। ইউক্রেনকে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও কাখোভকা বাঁধের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে।

এদিকে, এক ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, রবিবার জেনেভায় ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনসহ ইউরোপের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইউক্রেনের সামরিক সক্ষমতা সীমিত করার কথা বলা হয়েছে এবং ন্যাটো সেনা না থাকার বিষয়টি যুক্ত করা হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাদের সামরিক অভিযান শুরু করে।  সূত্র: ওয়াশিংটন পোস্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হাসিনা আত্মসমর্পণ করলে আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে : মঞ্জু

» স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

» নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছেন তারেক রহমান: নিপুন রায়

» পরিত্যাক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলিসহ ২ টি এয়ারগান উদ্ধার

» দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই : আমানউল্লাহ আমান

» বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৭ পেশা

» ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

» চিন্তার বৈচিত্র্যে বাধা দিলে ফ্যাসিবাদই ফিরে আসবে: মাহফুজ আলম

» শীর্ষ ছিনতাইকারী চোরা রুবেল গ্রেফতার

» শীতের সবজি দিয়ে পাকোড়া তৈরির রেসিপি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রস্তাব নিয়ে জেলেনস্কির ওপর ট্রাম্পের চাপ, কী বলছে মিত্ররা?

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ২৮ দফা পরিকল্পনার বিষয়ে জানাতে জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সে সম্পর্কে আরও তীর্যক মন্তব্য করেছেন তিনি। তবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয়ান মিত্ররা। তারা ইতোমধ্যে একটি খসড়াও তৈরি করেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেলেনস্কি হোয়াইট হাউসের শান্তি প্রস্তাবে সম্মতি দিতে পারেন, নতুবা ‘তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন।’ শনিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তবে জেলেনস্কিকে ঘিরে কিছুটা নমনীয়তার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রতি এটিই তার চূড়ান্ত প্রস্তাব কি না জানতে চাইলে, ‘না’ বলে জবাব দেন ট্রাম্প। তিনি আরও বলেন, ‘আমি শান্তি চাই। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল… আমরা যুদ্ধ শেষ করার চেষ্টা করছি। যেকোনোভাবে আমাদের শেষ করতেই হবে।’

এদিকে এই প্রস্তাব নিয়ে ইউরোপের মিত্ররা উদ্বেগ জানিয়েছেন। শনিবার জোহানেসবার্গে জি–২০ বৈঠকের ফাঁকে ইউরোপের বেশ কয়েকজন নেতা একটি পাল্টা প্রস্তাবের খসড়া তৈরি করেছেন। তারা যুক্তরাষ্ট্রের মূল প্রস্তাবে আরও কাজ করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জসহ ওই নেতারা এক যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর প্রস্তাবিত বিধিনিষেধ নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে এটি দেশটিকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

বিবৃতিতে তার বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নে ইইউ ও সদস্য রাষ্ট্রগুলোর সম্মতি নিতে হবে। আমরা তা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি।

ইউরোপের পাল্টা প্রস্তাবে বলা হয়েছে, কিয়েভের সশস্ত্র বাহিনীর ওপর কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা যাবে না। ইউক্রেনকে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও কাখোভকা বাঁধের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে।

এদিকে, এক ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, রবিবার জেনেভায় ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনসহ ইউরোপের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইউক্রেনের সামরিক সক্ষমতা সীমিত করার কথা বলা হয়েছে এবং ন্যাটো সেনা না থাকার বিষয়টি যুক্ত করা হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাদের সামরিক অভিযান শুরু করে।  সূত্র: ওয়াশিংটন পোস্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com