সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলাম পদত্যাগ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি কোম্পানির সব পরিচালককে ইমেইলে পদত্যাগপত্রের অনুলিপি দিয়েছেন।
সময় টিভির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাতে চাননি।
গত বছরের ২১ আগস্ট মোরশেদুল ইসলাম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে বসেন। তবে এ সময়ে তিনি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারেননি বলে দাবি সময় টিভির সাংবাদিক ও অন্য কর্মীদের। এ প্রেক্ষাপটে বুধবার পদত্যাগ করলেন তিনি।







