সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, জনগণের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন, সংবিধানের পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠার জন্য বিএনপি কর্তৃক ৩১ দফা সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে।
তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধারন করতে পারে না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, বর্তমানের ভোটারের ৪০ ভাগের বয়স ৩০ বছরেরও কম। এই বিশালসংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম। আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সবসময় স্বকীয়তা ও স্বাতন্ত্র্যতা বজায় রাখে। আর এর জন্যই জেলা-উপজেলা পর্যায়ে প্রজন্ম স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। এই ধারা বজায় রাখতে হবে।
এই বিএনপি নেত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রজন্ম কখনও আপোষ করেনি। দেশের জাতীয় ইস্যুতে আঘাত করে, এমন প্রশ্নে জাতীয়তাবাদী প্রজন্ম দল সবসময় সরব ছিল।
সভায় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরে সভাপতি ওবায়দুর রহমান অটল প্রমুখ উপস্থিত ছিলেন।







