ভ্রমণবান্ধব জীবনযাপন বদলে দিচ্ছে স্মার্টফোন বেছে নেওয়ার ধরন

সপ্তাহান্তের ছোট্ট ভ্রমণ, রোড ট্রিপ কিংবা সমুদ্রতীরে দ্রুত পালানো—বাংলাদেশের তরুণদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে এসব ভ্রমণ অভিজ্ঞতা। আর এসব মুহূর্তকে ধরে রাখতে স্মার্টফোন এখন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। বাইরের পরিবর্তনশীল আলো, চলমান দৃশ্য বা উজ্জ্বল সূর্যালোক—সবকিছুকে সামলাতে পারে এমন ক্যামেরা-ফোনের প্রতি তাদের ঝোঁক বেড়েছে। এসব চাহিদার কারণে গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স তরুণদের পছন্দের তালিকায় আলাদা জায়গা দখল করছে।

এই ধারায় যে ফোনটি আলোচনায় রয়েছে, তা হলো ইনফিনিক্স হট ৬০ প্রো+, যেটিতে ব্যবহৃত হয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ আল্ট্রা-সেনসিটিভ সেন্সর। বৃহৎ ১/১.৯৫” সেন্সর সাইজ০.৮μm পিক্সেল সাইজ এবং এফ/১.৮ অ্যাপারচার—এসবের কারণে দিনের নানাবেলার আলোতেও এটি বেশি আলো ধারণ করতে সক্ষম। ফলে ভ্রমণে সকাল, দুপুর, বিকেল—যে সময়ই ছবি তোলা হোক, আলোর পরিবর্তনে ফলাফল খুব কমই বদলায়। সেন্সরের অল-পিক্সেল অটোফোকাস ফিচার দ্রুত সাবজেক্ট ধরতে পারে, তাই হাঁটতে হাঁটতে বা সমুদ্রের ঢেউয়ের মাঝে নড়াচড়া করা দৃশ্যও স্পষ্টভাবে ধরা পড়ে।

কক্সবাজারের ভোরের আলোয় হাঁটা, লং ড্রাইভে হঠাৎ থেমে ছবি তোলা কিংবা সমুদ্রের ধারে বন্ধুদের সঙ্গে নির্ভার বিকেল—আজকের তরুণরা চায় ছবি যেন মুহূর্তের অনুভূতিটাই ঠিকভাবে ফুটিয়ে তোলে। সোশ্যাল মিডিয়ার কারণে ভ্রমণ-ফটোগ্রাফি আর শুধু শখ নয়; বরং নিজের অভিজ্ঞতা আর স্মৃতিকে গুছিয়ে রাখার একটি স্বাভাবিক উপায় হয়ে উঠেছে।

খুচরা বিক্রেতারা জানান, এখন বেশিরভাগ ক্রেতাই ক্যামেরা নিয়ে খুব নির্দিষ্ট কিছু প্রশ্ন করেন—রোদেলা পরিবেশে কেমন ছবি আসে, নড়াচড়া করা সাবজেক্ট কতটা পরিষ্কার ধরা পড়ে, রংগুলো কতটা প্রাকৃতিক দেখায় ইত্যাদি। এই আউটডোর-উপযোগী ক্যামেরার চাহিদাই বদলে দিচ্ছে মাঝারি দামের স্মার্টফোন বাজারকে।

উজ্জ্বল পরিবেশে সনি আইএমএক্স৮৮২ সেন্সরটি নেটিভ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-হাই রেজোলিউশন ছবি তোলে, যেখানে ল্যান্ডস্কেপ, গ্রুপ শট কিংবা ক্লোজ-আপ পোর্ট্রেট—সব ক্ষেত্রেই থাকে সূক্ষ্ম ডিটেল ও টেক্সচার। আর কম আলো বা সন্ধ্যার মুহূর্তে সেন্সরটি ৪-ইন-১ পিক্সেল বিনিং প্রযুক্তির মাধ্যমে বৃহত্তর কার্যকর পিক্সেল তৈরি করে, যা আলো গ্রহণকে উল্লেখযোগ্যভাবে বাড়ায়। ফলে রাতের ছবি হয় আরও উজ্জ্বল, পরিষ্কার এবং কম নয়েজযুক্ত। আগের প্রজন্মের জেএন১ সেন্সরের তুলনায় আইএমএক্স৮৮২-এর সেন্সর এলাকা ৫৬.২৫% বড় এবং আলো গ্রহণক্ষমতা ৬৫.৫৬% বেশি, যা বাস্তব ব্যবহারেও স্পষ্ট পার্থক্য তৈরি করে।

২X লসলেস জুম সুবিধার কারণে দূরের ঢেউ, উঁচু পাহাড়, স্থাপত্য অথবা যেকোনো দূরের বিষয়ও স্পষ্টভাবে ক্যাপচার করা যায়—যা ভ্রমণ ফটোগ্রাফিতে আলাদা সুবিধা দিচ্ছে।

২১,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি) এবং ২৩,৯৯৯ টাকা (৮জিবি+২৫৬জিবি) দামের এই ফোনটি তরুণ ভ্রমণপ্রেমীদের কাছে একটি কার্যকরী ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উঠে আসছে—যারা তাদের ভ্রমণকাহিনি নিজের মতো করে ধরে রাখতে স্মার্টফোনকে সঙ্গী বানিয়ে চলেন।

শিল্প বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণ ফটোগ্রাফির জনপ্রিয়তা শুধু জায়গার ছবি তোলা নয়—এটা আসলে সঙ্গ, অভিজ্ঞতা আর মুহূর্তগুলোকে ধরে রাখার এক ব্যক্তিগত উপায়। আর এই পরিবর্তিত জীবনধারায় ইনফিনিক্স হট ৬০ প্রো+ এর মতো স্মার্টফোন তরুণদের আউটডোর অভিজ্ঞতা আরও সুন্দরভাবে নথিভুক্ত করতে সাহায্য করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কাউকে খোঁচা দেয়ার সময় আমাদের নাই: জামায়াত আমির

» আমরা নির্বাচিত হলে খাদেম হবো, শাসক হবো না : বুলবুল

» নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং চলবে না: ভিপি সাদিক কায়েম

» আগে দুর্নীতি হতো বস্তাভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে : আব্বাসী

» জাপার মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

» আওয়ামী লীগের হাতে কোনদিন গণতন্ত্র নিরাপদ ছিল না: মঈন খান

» নির্বাচন হবে কি না, জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

» বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি

» পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে : আফরোজা আব্বাস

» ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ ২৬ নভেম্বর, দেখা যাবে ১০০ টাকায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভ্রমণবান্ধব জীবনযাপন বদলে দিচ্ছে স্মার্টফোন বেছে নেওয়ার ধরন

সপ্তাহান্তের ছোট্ট ভ্রমণ, রোড ট্রিপ কিংবা সমুদ্রতীরে দ্রুত পালানো—বাংলাদেশের তরুণদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে এসব ভ্রমণ অভিজ্ঞতা। আর এসব মুহূর্তকে ধরে রাখতে স্মার্টফোন এখন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। বাইরের পরিবর্তনশীল আলো, চলমান দৃশ্য বা উজ্জ্বল সূর্যালোক—সবকিছুকে সামলাতে পারে এমন ক্যামেরা-ফোনের প্রতি তাদের ঝোঁক বেড়েছে। এসব চাহিদার কারণে গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স তরুণদের পছন্দের তালিকায় আলাদা জায়গা দখল করছে।

এই ধারায় যে ফোনটি আলোচনায় রয়েছে, তা হলো ইনফিনিক্স হট ৬০ প্রো+, যেটিতে ব্যবহৃত হয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ আল্ট্রা-সেনসিটিভ সেন্সর। বৃহৎ ১/১.৯৫” সেন্সর সাইজ০.৮μm পিক্সেল সাইজ এবং এফ/১.৮ অ্যাপারচার—এসবের কারণে দিনের নানাবেলার আলোতেও এটি বেশি আলো ধারণ করতে সক্ষম। ফলে ভ্রমণে সকাল, দুপুর, বিকেল—যে সময়ই ছবি তোলা হোক, আলোর পরিবর্তনে ফলাফল খুব কমই বদলায়। সেন্সরের অল-পিক্সেল অটোফোকাস ফিচার দ্রুত সাবজেক্ট ধরতে পারে, তাই হাঁটতে হাঁটতে বা সমুদ্রের ঢেউয়ের মাঝে নড়াচড়া করা দৃশ্যও স্পষ্টভাবে ধরা পড়ে।

কক্সবাজারের ভোরের আলোয় হাঁটা, লং ড্রাইভে হঠাৎ থেমে ছবি তোলা কিংবা সমুদ্রের ধারে বন্ধুদের সঙ্গে নির্ভার বিকেল—আজকের তরুণরা চায় ছবি যেন মুহূর্তের অনুভূতিটাই ঠিকভাবে ফুটিয়ে তোলে। সোশ্যাল মিডিয়ার কারণে ভ্রমণ-ফটোগ্রাফি আর শুধু শখ নয়; বরং নিজের অভিজ্ঞতা আর স্মৃতিকে গুছিয়ে রাখার একটি স্বাভাবিক উপায় হয়ে উঠেছে।

খুচরা বিক্রেতারা জানান, এখন বেশিরভাগ ক্রেতাই ক্যামেরা নিয়ে খুব নির্দিষ্ট কিছু প্রশ্ন করেন—রোদেলা পরিবেশে কেমন ছবি আসে, নড়াচড়া করা সাবজেক্ট কতটা পরিষ্কার ধরা পড়ে, রংগুলো কতটা প্রাকৃতিক দেখায় ইত্যাদি। এই আউটডোর-উপযোগী ক্যামেরার চাহিদাই বদলে দিচ্ছে মাঝারি দামের স্মার্টফোন বাজারকে।

উজ্জ্বল পরিবেশে সনি আইএমএক্স৮৮২ সেন্সরটি নেটিভ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-হাই রেজোলিউশন ছবি তোলে, যেখানে ল্যান্ডস্কেপ, গ্রুপ শট কিংবা ক্লোজ-আপ পোর্ট্রেট—সব ক্ষেত্রেই থাকে সূক্ষ্ম ডিটেল ও টেক্সচার। আর কম আলো বা সন্ধ্যার মুহূর্তে সেন্সরটি ৪-ইন-১ পিক্সেল বিনিং প্রযুক্তির মাধ্যমে বৃহত্তর কার্যকর পিক্সেল তৈরি করে, যা আলো গ্রহণকে উল্লেখযোগ্যভাবে বাড়ায়। ফলে রাতের ছবি হয় আরও উজ্জ্বল, পরিষ্কার এবং কম নয়েজযুক্ত। আগের প্রজন্মের জেএন১ সেন্সরের তুলনায় আইএমএক্স৮৮২-এর সেন্সর এলাকা ৫৬.২৫% বড় এবং আলো গ্রহণক্ষমতা ৬৫.৫৬% বেশি, যা বাস্তব ব্যবহারেও স্পষ্ট পার্থক্য তৈরি করে।

২X লসলেস জুম সুবিধার কারণে দূরের ঢেউ, উঁচু পাহাড়, স্থাপত্য অথবা যেকোনো দূরের বিষয়ও স্পষ্টভাবে ক্যাপচার করা যায়—যা ভ্রমণ ফটোগ্রাফিতে আলাদা সুবিধা দিচ্ছে।

২১,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি) এবং ২৩,৯৯৯ টাকা (৮জিবি+২৫৬জিবি) দামের এই ফোনটি তরুণ ভ্রমণপ্রেমীদের কাছে একটি কার্যকরী ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উঠে আসছে—যারা তাদের ভ্রমণকাহিনি নিজের মতো করে ধরে রাখতে স্মার্টফোনকে সঙ্গী বানিয়ে চলেন।

শিল্প বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণ ফটোগ্রাফির জনপ্রিয়তা শুধু জায়গার ছবি তোলা নয়—এটা আসলে সঙ্গ, অভিজ্ঞতা আর মুহূর্তগুলোকে ধরে রাখার এক ব্যক্তিগত উপায়। আর এই পরিবর্তিত জীবনধারায় ইনফিনিক্স হট ৬০ প্রো+ এর মতো স্মার্টফোন তরুণদের আউটডোর অভিজ্ঞতা আরও সুন্দরভাবে নথিভুক্ত করতে সাহায্য করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com