সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।







