সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক সহিংস ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে।







