সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী উত্তর আমেরিকার সর্ববৃহৎ নাট্যোৎসব। উৎসবে অংশগ্রহণ করেছিল ছয়টি নাট্যদল। মঞ্চায়িত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকাসহ মোট সাতটি নাটক।
অংশগ্রহণকারী দলগুলো ছিল আমেরিকার নিউ ইয়র্ক থেকে কৃষ্টি ও ঢাকা ড্রামা, উইন্ডসরের শুধুই নাটক, টরন্টোর সৌগান্ধিকাম ড্যান্স একাডেমী, ম্যাক থিয়েটার ও আয়োজক নাট্যসঙ্ঘ কানাডা।
নাট্যসঙ্ঘ কানাডা দুইদিনই তাদের সামাজিক-রাজনৈতিক নাটক গন্ধগোকুল ও সামাজিক স্যাটায়ার ভিত্তিক নাটক রামগরুড়ের ছানা মঞ্চস্থ করে এবং দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। চণ্ডালিকা নৃত্যনাট্য মঞ্চায়নের পর সমগ্র হল দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানায়। কৃষ্টির দ্যা গেইম এবং ঢাকা ড্রামার সংকটে শয়তানও দর্শকের মনোযোগ কুড়িয়েছে।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে দিনব্যাপী এই নাট্যায়োজন প্রকৃত অর্থেই নাট্যোৎসবে রূপান্তরিত হয়। এত বিপুল আয়োজন অথচ নাট্যসঙ্ঘ, কানাডার মঞ্চ-ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। ঘোষিত সময়ানুযায়ীই প্রতিটি নাটক মঞ্চে পরিবেশিত হয়েছে।
প্রথমদিন পর পর পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় চারটি নাটক। নাট্যসঙ্ঘ, কানাডা তাদের দীর্ঘ ছয় বৎসরের পথচলায় কানাডায় বাঙলা নাট্যান্দোলনে যোগ করল নতুন মাত্রা। মানসম্মত প্রতিটি মঞ্চায়ন দর্শকদের বাঙলা মঞ্চনাটকের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে পরবর্তী মঞ্চায়ন দেখবার জন্য।
আয়োজকরা জানান, বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি কে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতে ও আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। সূএ : বাংলাদেশ প্রতিদিন







