শাহনাজ পারভীন মিতা :
একটি সকাল তুমি আমি
সূর্য যখন ঘাসের শিশিরে
চুমু খেয়ে বলে,
চলো হারাই গহন অরণ্যে
গহনের বুকে সময়টা দামী ।
তপ্ত দুপুর উষ্ণতায় জড়ায়
বুকের ভেতর কাঁপন ধরায়,
পুকুরের জল ছায়াহীন
তোমার মাঝে বিলীন কায়াহীন ।
একটি বিকেল অপেক্ষায়
হেমন্তের ঝরা পাতায়,
চায়ের উষ্ণতায় বলে
তুমি থেকো এই অবেলায়।
কোথা সে নীড় আপনার
সন্ধ্যায় পাখিরা নীড়ে ফেরে,
দেখি থই থই অথই জল
খুঁজে ফিরি দুচোখের গভীরে।
সেই জলের মায়ায় রাত্রি নামে
দোলনচাঁপা শিউলির সুবাস,
দুটি মন হারায় অতল জলে
মোহন বাঁশিতে সুখের আবাস ।







