লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির আয়োজনে রবিবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, একেএম শহিদুর রহমান, মাহমুদুল হাসান কবির মঞ্জিল, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,পৌর বিএনপির সহ-সভাপতি ডা.শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। পরে এক বর্ণাঢ্য সোভাযাত্রা বের হয় থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।







