সন্তানধারণের পরিকল্পনা: পিরিয়ডের দ্বিতীয় দিন কেন বেশি গুরুত্বপূর্ণ?

সংগৃহীত ছবি

সন্তানধারণের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি

লাইফস্টাইল ডেস্ক : সন্তানধারণের পরিকল্পনা করার সঙ্গে সঙ্গেই সফল হয়েছেন এমন সৌভাগ্য সবার হয় না। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া। যার সঙ্গে জড়িয়ে থাকে অনেকরকম শারীরিক শর্ত। একজন নারী সন্তানধারণ করতে পারবেন কি না তার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো তার প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি।

সন্তান জন্মের ক্ষেত্রে অবশ্যই পুরুষের প্রজনন ক্ষমতাও ভূমিকা রাখে। তবে নারীদের ভূমিকা বেশি। একজন নারী চাইলে তার প্রজনন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো ঋতুস্রাব বা পিরিয়ডের দ্বিতীয় দিন। এমনটাই বলছেন চিকিৎসক।

planning

চিকিৎসকের মতে, হরমোনের ভারসাম্য থেকে শুরু করে ডিম্বাশয় এবং ডিম্বাণুর স্বাস্থ্য— সবকিছুই জানা যায় মাসিকের দ্বিতীয় দিনে।

সাধারণত পিরিয়ডের দ্বিতীয় দিনটিতে নানা ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় নারীদের। পেটের যন্ত্রণা, মেজাজ খারাপ হওয়া, হজমের সমস্যা, পেট খারাপ হওয়ার মতো সমস্যা লেগেই থাকে। তবে এর বাইরেও শারীরিক দিক থেকে এই দিনটির গুরুত্ব রয়েছে। এই কারণেই প্রজনন ক্ষমতা বৃদ্ধির নানারকম চিকিৎসার জন্যও এই বিশেষ দিনটিকেই বেছে নেওয়া হয়।

test

পিরিয়ডের দ্বিতীয় দিন কী করতে হবে?

স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলছেন, সন্তানের জন্য পরিকল্পনা করলে অনেকেই গাইনি চিকিৎসকের দ্বারস্থ হন। তবে এক্ষেত্রে কয়েকটি কাজ আপনি চিকিৎসকের কাছে যাওয়ার আগেই এগিয়ে রাখতে পারেন। ঋতুস্রাবের দ্বিতীয় একটি অ্যান্ট্রাল ফলিকল কাউন্টের (Antral Follicle Count) পরীক্ষা করান। একই সঙ্গে হরমোনের স্বাস্থ্যও পরীক্ষা করান।

এই পরীক্ষা করানোর আগে ৮ ঘণ্টা না খেয়ে থাকুন। অর্থাৎ সকালে খালি পেটে এই পরীক্ষা করাতে হয়।

age-antral-follicle-count

অ্যান্ট্রাল ফলিকল কী?

ডিম্বাশয়ের ভেতরে থাকা একটি ক্ষুদ্র তরল-ভরা থলি হলো অ্যান্ট্রাল ফলিকল। একটি একক ডিম্বাশয়ে একাধিক ফলিকল থাকে যার মাধ্যমে প্রতি মাসে মাসিকের সময় ডিম নির্গত হয়।

ডিম্বস্ফোটনের সময়, অ্যান্ট্রাল ফলিকলগুলো সর্বোত্তম সময় থাকে। এসময় ডিম পরিপক্ক থাকে এবং মুক্তির জন্য সহায়ক থাকে। প্রতিটি ঋতুচক্রে অনেক অ্যান্ট্রাল ফলিকল এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু সাধারণত মাত্র একটি ফলিকল সফলভাবে একটি ডিম্বাণু বের করে। মাঝে মাঝে, একাধিক পরিপক্ক ডিম নিঃসৃত হয়, যা যমজ সন্তান ধারণের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

test1

ডিম্বস্ফোটন সফলভাবে সম্পন্ন হওয়ার পর, অ্যান্ট্রাল ফলিকল একটি কর্পাস লুটিয়ামে পরিণত হয় (ডিম্বাশয়ের অস্থায়ী অঙ্গ)। প্রতিটি অ্যান্ট্রাল ফলিকলের ভেতরে একটি করে গহ্বর থাকে, যাকে অ্যান্ট্রাম বলা হয়। অ্যান্ট্রামের আকার অ্যান্ট্রাল ফলিকলের সামগ্রিক আকার নির্ধারণ করে। আল্ট্রাসাউন্ডের সময় প্রায় ১-২ মিমি ব্যাসের একটি অ্যান্ট্রাল ফলিকল সহজেই দেখা যায় এবং গণনা করা যায়।

অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট কী?

অ্যান্ট্রাল ফলিকলের গণনা ডিম্বাশয়ে থাকা ফলিকলের সংখ্যা পরিমাপ করে। একটি চলমান মাসিক চক্রের সময় ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি গণনা সনাক্ত করা যেতে পারে। বিশেষ করে পিরিয়ডের ২য় থেকে ৪র্থ দিনের মধ্যে।

test2

অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট ডিম্বাশয়ের রিজার্ভের অবস্থা নির্ধারণ করে না তবে আপনার সন্তানধারণের সম্ভাবনা কতটুকু আছে তা এটি নির্ধারণ করে।

পিরিয়ডের দ্বিতীয় দিন কী কী পরীক্ষা করাতে হবে?

অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট জানার জন্য ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড, অ্যান্টি মুলেরিয়ান হরমোনের পরীক্ষা, লিউটেনাইজিং হরমোনের পরীক্ষা, ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরীক্ষা করাতে হয়। এছাড়া রাতে ভালোভাবে ঘুমানোর পরে সকাল ১১টার সময় প্রোল্যাকটিনের পরীক্ষাও করাতে পারেন।

এই পরীক্ষাগুলোর ফলাফল বলে দেবে, একজন নারীর প্রজননের স্বাস্থ্য কী অবস্থায় রয়েছে।

সূএ : ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আসছে বাবা-ছেলের নতুন চমক

» ইয়াবাসহ যুবদল নেতাকে গ্রেফতার

» জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি: হামিদুর রহমান

» ট্রেনের ধাক্কায় নারী নিহত

» এগ স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি জেনে নিন

» সাদা নাকি লাল ডিম, কোনটার পুষ্টিগুণ বেশি?

» হালালভাবে উপার্জনের জন্য যে ১৩ নিয়ম মানবেন

» সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশনা

» প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

» কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে : জিল্লুর রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সন্তানধারণের পরিকল্পনা: পিরিয়ডের দ্বিতীয় দিন কেন বেশি গুরুত্বপূর্ণ?

সংগৃহীত ছবি

সন্তানধারণের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি

লাইফস্টাইল ডেস্ক : সন্তানধারণের পরিকল্পনা করার সঙ্গে সঙ্গেই সফল হয়েছেন এমন সৌভাগ্য সবার হয় না। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া। যার সঙ্গে জড়িয়ে থাকে অনেকরকম শারীরিক শর্ত। একজন নারী সন্তানধারণ করতে পারবেন কি না তার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো তার প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি।

সন্তান জন্মের ক্ষেত্রে অবশ্যই পুরুষের প্রজনন ক্ষমতাও ভূমিকা রাখে। তবে নারীদের ভূমিকা বেশি। একজন নারী চাইলে তার প্রজনন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো ঋতুস্রাব বা পিরিয়ডের দ্বিতীয় দিন। এমনটাই বলছেন চিকিৎসক।

planning

চিকিৎসকের মতে, হরমোনের ভারসাম্য থেকে শুরু করে ডিম্বাশয় এবং ডিম্বাণুর স্বাস্থ্য— সবকিছুই জানা যায় মাসিকের দ্বিতীয় দিনে।

সাধারণত পিরিয়ডের দ্বিতীয় দিনটিতে নানা ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় নারীদের। পেটের যন্ত্রণা, মেজাজ খারাপ হওয়া, হজমের সমস্যা, পেট খারাপ হওয়ার মতো সমস্যা লেগেই থাকে। তবে এর বাইরেও শারীরিক দিক থেকে এই দিনটির গুরুত্ব রয়েছে। এই কারণেই প্রজনন ক্ষমতা বৃদ্ধির নানারকম চিকিৎসার জন্যও এই বিশেষ দিনটিকেই বেছে নেওয়া হয়।

test

পিরিয়ডের দ্বিতীয় দিন কী করতে হবে?

স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলছেন, সন্তানের জন্য পরিকল্পনা করলে অনেকেই গাইনি চিকিৎসকের দ্বারস্থ হন। তবে এক্ষেত্রে কয়েকটি কাজ আপনি চিকিৎসকের কাছে যাওয়ার আগেই এগিয়ে রাখতে পারেন। ঋতুস্রাবের দ্বিতীয় একটি অ্যান্ট্রাল ফলিকল কাউন্টের (Antral Follicle Count) পরীক্ষা করান। একই সঙ্গে হরমোনের স্বাস্থ্যও পরীক্ষা করান।

এই পরীক্ষা করানোর আগে ৮ ঘণ্টা না খেয়ে থাকুন। অর্থাৎ সকালে খালি পেটে এই পরীক্ষা করাতে হয়।

age-antral-follicle-count

অ্যান্ট্রাল ফলিকল কী?

ডিম্বাশয়ের ভেতরে থাকা একটি ক্ষুদ্র তরল-ভরা থলি হলো অ্যান্ট্রাল ফলিকল। একটি একক ডিম্বাশয়ে একাধিক ফলিকল থাকে যার মাধ্যমে প্রতি মাসে মাসিকের সময় ডিম নির্গত হয়।

ডিম্বস্ফোটনের সময়, অ্যান্ট্রাল ফলিকলগুলো সর্বোত্তম সময় থাকে। এসময় ডিম পরিপক্ক থাকে এবং মুক্তির জন্য সহায়ক থাকে। প্রতিটি ঋতুচক্রে অনেক অ্যান্ট্রাল ফলিকল এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু সাধারণত মাত্র একটি ফলিকল সফলভাবে একটি ডিম্বাণু বের করে। মাঝে মাঝে, একাধিক পরিপক্ক ডিম নিঃসৃত হয়, যা যমজ সন্তান ধারণের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

test1

ডিম্বস্ফোটন সফলভাবে সম্পন্ন হওয়ার পর, অ্যান্ট্রাল ফলিকল একটি কর্পাস লুটিয়ামে পরিণত হয় (ডিম্বাশয়ের অস্থায়ী অঙ্গ)। প্রতিটি অ্যান্ট্রাল ফলিকলের ভেতরে একটি করে গহ্বর থাকে, যাকে অ্যান্ট্রাম বলা হয়। অ্যান্ট্রামের আকার অ্যান্ট্রাল ফলিকলের সামগ্রিক আকার নির্ধারণ করে। আল্ট্রাসাউন্ডের সময় প্রায় ১-২ মিমি ব্যাসের একটি অ্যান্ট্রাল ফলিকল সহজেই দেখা যায় এবং গণনা করা যায়।

অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট কী?

অ্যান্ট্রাল ফলিকলের গণনা ডিম্বাশয়ে থাকা ফলিকলের সংখ্যা পরিমাপ করে। একটি চলমান মাসিক চক্রের সময় ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি গণনা সনাক্ত করা যেতে পারে। বিশেষ করে পিরিয়ডের ২য় থেকে ৪র্থ দিনের মধ্যে।

test2

অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট ডিম্বাশয়ের রিজার্ভের অবস্থা নির্ধারণ করে না তবে আপনার সন্তানধারণের সম্ভাবনা কতটুকু আছে তা এটি নির্ধারণ করে।

পিরিয়ডের দ্বিতীয় দিন কী কী পরীক্ষা করাতে হবে?

অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট জানার জন্য ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড, অ্যান্টি মুলেরিয়ান হরমোনের পরীক্ষা, লিউটেনাইজিং হরমোনের পরীক্ষা, ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরীক্ষা করাতে হয়। এছাড়া রাতে ভালোভাবে ঘুমানোর পরে সকাল ১১টার সময় প্রোল্যাকটিনের পরীক্ষাও করাতে পারেন।

এই পরীক্ষাগুলোর ফলাফল বলে দেবে, একজন নারীর প্রজননের স্বাস্থ্য কী অবস্থায় রয়েছে।

সূএ : ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com