জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গণমাধ্যমে গুণগত পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে “জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ”-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এখনও মিডিয়ার অনেক স্তরে আওয়ামী লীগের অনুসারীরা অবস্থান করছেন, যারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। জুলাই যোদ্ধারা যদি এই জায়গায় আসেন, তাহলে মিডিয়াতে নতুন ধারা তৈরি হবে।

মাহফুজ আলম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান। পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও উপপরিচালক সুমনা পারভীন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না। তাঁরা যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চেতনায় ও মননে জুলাই যোদ্ধা। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় যেন সৃজনশীল কাজের চেয়ে বড় হয়ে না ওঠে। সত্য, দেশ ও সার্বভৌমত্বের পক্ষে থেকেই আপনাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও সুমনা পারভীন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শেখ হাসিনার মামলার সাক্ষী নাঈমের শরীরে মিলল বহু গুলি

» ৫ দিন অনুশীলনের পর বাংলাদেশ দল ঘোষণা

» চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ

» ১১ দিনের সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

» পরকীয়ার জেরে খালাতো ভাইয়ের হাতে খুন , স্ত্রী ও খালাতো ভাই গ্রেফতার

» চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীকে গুলির ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

» আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির

» ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক

» এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের

» ৬ জন নিহতের ঘটনায় মামলা, ট্রাকচাল গ্রেপ্তার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গণমাধ্যমে গুণগত পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে “জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ”-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এখনও মিডিয়ার অনেক স্তরে আওয়ামী লীগের অনুসারীরা অবস্থান করছেন, যারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। জুলাই যোদ্ধারা যদি এই জায়গায় আসেন, তাহলে মিডিয়াতে নতুন ধারা তৈরি হবে।

মাহফুজ আলম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান। পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও উপপরিচালক সুমনা পারভীন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না। তাঁরা যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চেতনায় ও মননে জুলাই যোদ্ধা। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় যেন সৃজনশীল কাজের চেয়ে বড় হয়ে না ওঠে। সত্য, দেশ ও সার্বভৌমত্বের পক্ষে থেকেই আপনাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও সুমনা পারভীন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com