মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। খবর সিএনএন’র।

খবরে বলা হয়, সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।”

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানান, প্রাথমিক ফরেনসিক প্রতিবেদনে দেখা গেছে, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ উদ্ধার ও পুনর্বাসন দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে তাদের অন্তত ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বৈদ্যুতিক ত্রুটিজনিত দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর ওই দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না।

হার্মোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

» জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে

» আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

» মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয়: কাদের গনি চৌধুরী

» ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

» পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লেসহ রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

» সুন্দরবনের উপকূলে মোরেলগঞ্জে লবণাক্ত জমিতে বেকার নাসির এখন সফল কমলা চাষী  

» বাগেরহাটে বিএনপির সভা শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

» বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক    

» সব চ্যানেলে সহজ ও নির্বিঘ্ন প্রিমিয়াম পরিশোধ সুবিধা চালু করতে ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের পার্টনারশিপ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। খবর সিএনএন’র।

খবরে বলা হয়, সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।”

রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানান, প্রাথমিক ফরেনসিক প্রতিবেদনে দেখা গেছে, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ উদ্ধার ও পুনর্বাসন দল পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে তাদের অন্তত ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বৈদ্যুতিক ত্রুটিজনিত দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর ওই দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না।

হার্মোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com