সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সৃষ্ট ভয়াবহ দুর্ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও এখনও পাঁচজন দগ্ধ রোগী মৃত্যুর সঙ্গে লড়ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস)।
এনআইবিপিএস’র আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বর্তমানে পাঁচজন রোগীর অবস্থা সংকটাপন্ন। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন দগ্ধ রোগীর মৃত্যু হয়েছে।
ভয়াবহ সেই দুর্ঘটনা
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়, এবং সেখানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় দেড় ঘণ্টা পর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় মোট ৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিমানটির পাইলটও ছিলেন। নিহতদের অধিকাংশই ছিল স্কুলের শিক্ষার্থী। সূত্র: বাসস







