ইসলামি রাষ্ট্রব্যবস্থাই নাগরিকদের চিকিৎসা নিশ্চয়তা দিতে সক্ষম: মোবারক

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ইসলামি রাষ্ট্রব্যবস্থাই পারে সকল নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকারসমূহের পূর্ণ নিশ্চয়তা দিতে।

 

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, বর্তমান ব্যবস্থায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত। ওষুধের দাম আকাশছোঁয়া, হাসপাতালগুলোতে বিশৃঙ্খলা ও সিট বাণিজ্য চরমে। ইসলামী সমাজব্যবস্থায় এসব অনিয়মের সুযোগ থাকবে না—রাষ্ট্রই জনগণের চিকিৎসা সেবার পূর্ণ দায়িত্ব নেবে।

 

তিনি বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই আজ মানুষের দুঃখ-দুর্দশার মূল কারণ। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—এসব নাগরিকের প্রাপ্য অধিকার, যা ইসলামী রাষ্ট্রব্যবস্থাই বাস্তবায়ন করতে সক্ষম।

 

দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে এবং দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মোবারক হোসাইন।

 

তিনি আরও বলেন, দুর্নীতি ও অনিয়মে জর্জরিত চিকিৎসা খাতকে পুনর্গঠনের জন্য আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়া জরুরি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন নতুন বাংলাদেশ গড়তে ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির আব্দুল আউয়াল আজম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

 

এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডা. শফিউর রহমান, থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, এইচআরডি সম্পাদক হুমায়ুন কবির, কর্মপরিষদ সদস্য হাফেজ শাহজাহান, ইফতেখার সুজন, ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, জামায়াত নেতা শামিম হোসেন, সিরাজুম মনির কাফে, জালাল উদ্দিন পাঠান, আবুল বাশার ও মাজেদুর রহমান প্রমুখ।

 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিপুল সংখ্যক নারী-পুরুষ, শিশু ও প্রবীণ নাগরিক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পে মেডিসিন, গাইনি, ডেন্টাল ও শিশু বিশেষজ্ঞরা চিকিৎসাসেবা প্রদান করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৬ জন নিহতের ঘটনায় মামলা, ট্রাকচাল গ্রেপ্তার

» ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

» আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতে হারল যুবারা

» মেয়েকে যে অভ্যাস পরিবর্তন করতে বললেন শাহরুখ

» পশ্চিম তীরে এক মাসেই ২৩৫০টি ইসরায়েলি হামলা: রিপোর্ট

» বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

» জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে

» আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

» মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয়: কাদের গনি চৌধুরী

» ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসলামি রাষ্ট্রব্যবস্থাই নাগরিকদের চিকিৎসা নিশ্চয়তা দিতে সক্ষম: মোবারক

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ইসলামি রাষ্ট্রব্যবস্থাই পারে সকল নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকারসমূহের পূর্ণ নিশ্চয়তা দিতে।

 

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, বর্তমান ব্যবস্থায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত। ওষুধের দাম আকাশছোঁয়া, হাসপাতালগুলোতে বিশৃঙ্খলা ও সিট বাণিজ্য চরমে। ইসলামী সমাজব্যবস্থায় এসব অনিয়মের সুযোগ থাকবে না—রাষ্ট্রই জনগণের চিকিৎসা সেবার পূর্ণ দায়িত্ব নেবে।

 

তিনি বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই আজ মানুষের দুঃখ-দুর্দশার মূল কারণ। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—এসব নাগরিকের প্রাপ্য অধিকার, যা ইসলামী রাষ্ট্রব্যবস্থাই বাস্তবায়ন করতে সক্ষম।

 

দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে এবং দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মোবারক হোসাইন।

 

তিনি আরও বলেন, দুর্নীতি ও অনিয়মে জর্জরিত চিকিৎসা খাতকে পুনর্গঠনের জন্য আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়া জরুরি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন নতুন বাংলাদেশ গড়তে ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির আব্দুল আউয়াল আজম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

 

এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডা. শফিউর রহমান, থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, এইচআরডি সম্পাদক হুমায়ুন কবির, কর্মপরিষদ সদস্য হাফেজ শাহজাহান, ইফতেখার সুজন, ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, জামায়াত নেতা শামিম হোসেন, সিরাজুম মনির কাফে, জালাল উদ্দিন পাঠান, আবুল বাশার ও মাজেদুর রহমান প্রমুখ।

 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিপুল সংখ্যক নারী-পুরুষ, শিশু ও প্রবীণ নাগরিক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পে মেডিসিন, গাইনি, ডেন্টাল ও শিশু বিশেষজ্ঞরা চিকিৎসাসেবা প্রদান করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com