অনলাইন ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। দীপাবলির উৎসবেই প্রকাশ্যে এলেন বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর কন্যা সন্তান ‘দুয়া’। লাল এথনিক পোশাকে মায়ের কোলে ছোট্ট দুয়া, বাবার গায়ে রঙ মেলানো পোশাক। একেবারে উৎসবমুখর মুহূর্তে ধরা দিল বলিউডের এই তারকা পরিবার।
গত বছর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা-রণবীরের কন্যা, তার নাম রেখেছেন ‘দুয়া পাড়ুকোন সিং’। তবে এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কিংবা ক্যামেরার সামনে থেকে কড়াভাবে আড়ালে রাখা হয়েছিল তাকে। মেয়ের ছবি প্রকাশ না করতে অনুরোধ করা হয়েছিল ফটোগ্রাফারদেরও।
কিন্তু এবারে দীপাবলিতে চমক দিলেন দীপিকা-রণবীর। মেয়েকে কোলে নিয়ে পরিবারের দিওয়ালি সেলিব্রেশনের একাধিক ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। দীপিকার কোলে আদুরে দুয়া, রণবীরের চোখে মুগ্ধতা; মুহূর্তেই ভাইরাল সেই ছবি।

ছবিতে দেখা গিয়েছে, ছোট্ট দুয়া প্রার্থনায় হাত জোড় করে বসে আছে, পাশে বাবা-মা। এই মূহূর্তেই যেন ধরা পড়েছে তিনজনের জীবনের এক অনন্য অনুভব। ভক্তরা আবেগে ভেসে বলছেন, ‘দুয়া তো একেবারে দীপিকার মতো দেখতে’, কেউ আবার রণবীরের মুখশ্রী খুঁজে পেয়েছেন তাঁর কন্যার মুখে।
এর আগে গত বছরের দিওয়ালিতেই এক মাস বয়সি মেয়ের ছোট্ট পায়ের ছবি শেয়ার করে কন্যার নাম জানিয়েছিলেন দীপবীর। এরপর চলতি বছরের ক্রিসমাসে অনেকেই আশা করেছিলেন রণবীর-আলিয়ার মতো করেই মেয়েকে সামনে আনবেন তাঁরা, কিন্তু সে সময় মেয়ের নাম লেখা একটি ক্রিসমাস ট্রি-র ছবিতেই সীমাবদ্ধ ছিলেন তাঁরা।
অবশেষে আলোর উৎসবেই দীপিকা ও রণবীর পরিচয় করিয়ে দিলেন তাঁদের জীবনের সবচেয়ে উজ্জ্বল আলো ছোট্ট দুয়াকে।