ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জুলাই সনদে এনসিপি এখন স্বাক্ষর না করলেও পরে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৭ই অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
ভিপি নুর বলেন, সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যতটুকু আইনগত ভিত্তি নিশ্চিত করার দরকার, তা যেন করে। পাশাপাশি সমগ্র জাতির সামনে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, তা বাস্তবায়নে সবাই যেন অঙ্গীকারবদ্ধ থাকে, সেই ভরসায় আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের আন্দোলন সংগ্রামের বন্ধু। কিন্তু তাদের আজ এখানে পাওয়া যায়নি। তারা বোধহয় পরবর্তীতে স্বাক্ষর করতে পারে। কারণ শেষদিকে এসে তাদের মতামত ঐকমত্য কমিশন গ্রহণ করেছে।