লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি \ ব্রাকসেন্ট্রাল ২ ডিভিশনের বকশীগঞ্জরিজন এর জামালপুরের ইসলামপুর যমুনার দূর্গম চরাঞ্চল মন্নিয়ারচরে নতুন শাখা উদ্বোধন ও বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) মন্নিয়ার চর বাজারে নতুন শাখা অফিস উদ্বোধন শেষে প্রান্তিক জনগোষ্ঠীর চোখের চিকিৎসায় ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির উদ্যোগে এই চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করাহয়।
ব্র্যাকেররিজি ওনালম্যানেজার আরিফুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধানঅতিথি ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নজরুলইসলাম। এছাড়াও বেলগাছাইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুলখালেক, ইউপিসদস্য বেলাল হোসেন, মন্নিয়ার চর বাজার বণিক সমিতির সাধারণসম্পাদক নুরুলইসলাম,প্রধানশিক্ষক মোহাম্মদ আনিসুলইসলাম,ব্র্যাকের ইসলামপুর এলাকাব্যব¯’া কাজুলিখাতুন,মন্নিয়ারচর ব্র্যাঞ্চম্যানেজার শরিফুলইসলাম,গুঠাইলবাজারশাখাব্যব¯’াপকনিপুশাহাসহঅন্যান্যরাউপ¯ি’ত ছিলেন।
চিকিৎসা সেবানিতেআসা ২৪১ জন রোগীরমধ্যে ১২৫ জনকেবিনামূল্যে চশমাবিতরণ ও ৪১ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করাহয়। দূর্গমচরাঞ্চলে ব্র্যাকের এ ধরনেরচিকিৎসা সেবাপ্রদান করায় এলাকাবাসী ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকরে এই সেবা প্রদান অব্যহতরাখার অনুরোধজানান।