ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শিক্ষকদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের জন্য শিক্ষা উপদেষ্টার হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া টকশোর অংশবিশেষ শেয়ার করে তিনি। সেখানে এসব মন্তব্য করতে শোনা যায় তাকে।
তিনি বলেন, আজীবন চেষ্টা করে মেম্বার হতে পারতো না কিন্তু এখন উপদেষ্টা হয়ে গেছে। উপদেষ্টা হয়ে শিক্ষকদের প্রতি এখন মর্যাদা নাই। আমি স্পেশালি শিক্ষা উপদেষ্টার ব্যপারে কথা বলতেছি, উনারা শিক্ষকদের সাথে এমন আচরণ করতে পারেনা। যা করেছে খুবই নির্মম। উনাদের উচিত জাতির সামনে হাত জোড় করে ক্ষমা চাওয়া।
তিনি আরও বলেন, শিক্ষকদের এই দাবিতে কোন-যদি-কিন্তু থাকার কথা না। অযৌক্তিক দাবিতে তারা রাস্তায় নামে নাই। তারা আমাদের পড়াশুনা করিয়েছেন। উনিও এমন জায়গা থেকে পড়াশুনা করে এসেছেন যিনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন। তাহলে এত অসম্মান কেনো।