এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ খালে শনিবার সকালে অবৈধভাবে মাছ ধরার সময় কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।
জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকার মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা করে তাদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার (১১ অক্টোবর) সকালে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় হাতেনাতে কুখ্যাত জেলে লিটন মাতুব্বরসহ চারজন জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের ৪০ কেজি গলদা ও ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ এবং দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।
আটক জেলেরা হচ্ছে, লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০), ও হামিদ হাওলাদার (৫২)। এদের বাড়ী শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইন একটি মামলার দায়ের করে আসামিদের বাগেরহাট আদালতে পাঠানোর জন্য কচিখালি ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করেন স্মার্ট টীমের বনরক্ষীরা। বন সংশ্লিষ্ট নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ দুধরাজ খালে মাছ ধরে আসছে।
গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টীমের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বর সহ বিভিন্ন জেলেদের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ঐ সূত্রটি জানায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডি এফ ও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।