ঢাকা, মঙ্গলবার, ৭অক্টোবর ২০২৫: দেশের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ধারাবাহিক উদ্যোগেরঅংশ হিসেবে চট্টগ্রামে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি‘ আমরাই তারা ’আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা।
২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ ব্র্যাক লার্নিং সেন্টার চট্টগ্রামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশ গ্রহণকারী নারীউদ্যোক্তারা ব্যবসায় পরিচালনা, ডিজিটাল প্ল্যাটফর্মেউ পস্থিতি বৃদ্ধি এবং পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়ে হাতে- কলমে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি তাঁরা নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক পরামর্শ অর্জনেরও সুযোগ পান, যা তাঁদের ভবিষ্যৎ ব্যবসায়িক সক্ষমতাবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কেরপ্রেসিডেন্টমুনীর হাসানএবংব্র্যাকব্যাংকএসএমইব্যাংকিংয়েরস্মলবিজনেসটেরিটরিম্যানেজারমোহাম্মদ জহিরুল ইসলাম।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটিরঅ্যাডিশনালম্যানেজিংডিরেক্টরঅ্যান্ডহেডঅবএসএমই ব্যাংকিংসৈয়দ আব্দুল মোমেনবলেন,“নারী উদ্যোক্তারা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। একজন নারী উদ্যোক্তা সফল হলে তাঁরপরিবার, সমাজ ও দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। ‘আমরাই তারা’ কর্মসূচির মাধ্যমে ব্র্যাক ব্যাংক তাঁদের প্রয়োজনীয় দক্ষতা, আত্মবিশ্বাস ও সুবিধা দিয়ে সক্ষম করে তুলছে, যাতে তাঁরা টেকসইভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।”
‘আমরাই তারা’ হলো নারী উদ্যোক্তাদের জন্যব্র্যাক ব্যাংকের একটিবিশেষ ফ্ল্যাগশিপ উদ্যোগ, যাগেটস ফাউন্ডেশন-এর সহযোগিতায় পরিচালিত। এই কর্মসূচির লক্ষ্য হলো, নারী নেতৃত্বাধীন ব্যবসায়ের জন্য এমনএকটিটেকসইপরিবেশতৈরি করা, যেখানে জ্ঞান ও দক্ষতা উন্নয়নএবংবাজার ও অর্থায়নে প্রবেশাধিকারনিশ্চিতের মাধ্যমে উদ্যোক্তাদেরদীর্ঘমেয়াদি ক্ষমতায়ন নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক২০টি জেলায় ৩,০০০-এরও বেশি নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে ‘ আমরাই তারা’ কর্মসূচিটি দেশের সব জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছেব্যাংকটির। এভাবে দেশেরআরও বেশি নারী উদ্যোক্তাদের এই সুযোগের আওতায় আনতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।