দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই তাদের প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করেছে।

 

গত শনিবার (৪ অক্টোবর), আজমানের উম্মে আল মুমিনীন ওমেন’স এসোসিয়েশনে বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজন ছিল আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল সংস্কৃতির এক মিলনমেলা। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী নারী ও তাদের পরিবার অংশগ্রহণ করেন।

হলের নিচতলায় আয়োজন করা হয়েছিল এক বৈচিত্র্যময় মেলার, যেখানে জায়গা করে নিয়েছিল বাংলার ঐতিহ্য। দেশীয় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন স্টলে পাওয়া যায় জামদানি, কাতান, হাতে আঁকা শাড়ি, সালোয়ার কামিজসহ নানা ধরনের হস্তশিল্প। এছাড়া ছিল পিঠা-পুলি ও লোকজ খাবারের স্টল, যা প্রবাসীদের মনে করিয়ে দেয় দেশের স্বাদ ও ঘ্রাণ।

 

ক্লাবের দীর্ঘ সাত বছরের পথচলার স্মরণে, ক্লাবের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও নিবেদিতপ্রাণ ২৫ জন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর কাটা হয় ক্লাবের সাত বছর পূর্তির কেক।

 

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, লোকনৃত্য, কবিতা আবৃত্তি এবং খেলাধুলা। শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে প্রশংসনীয়, যারা তাদের পরিবেশনার মাধ্যমে তুলে ধরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য। এই অংশটিই বিশেষভাবে নজর কাড়ে, কারণ এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে সংযুক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাবন্য আদিল। সঞ্চালনায় ছিলেন তন্বী সাবরিন ও মহিউদ্দিন টিটু।

 

গণ্যমান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শরিফা সৈনিক, নুসরাত সামী, ফাতিমা আহাদ, লিজা হোসাইন, সহ-সভাপতি শারমিন রাখী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মহেসিনা সুলতানা তানিয়া, নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলী ও নাজ নাজমা প্রমুখ।

 

অতিথিরা বলেন, ‘ব্যস্ত প্রবাসজীবনে আমরা শুধু আনন্দ-বিনোদনের জন্য অনুষ্ঠান করি না; বরং এই ক্লাবের মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং দেশের সংস্কৃতিকে প্রবাসে লালন করি।’

তারা আরও বলেন, সাত বছরের এই সফল পথচলায় ক্লাবের প্রতিটি সদস্যের আন্তরিকতা, ঐক্য এবং সহযোগিতা ছিল অনস্বীকার্য। এই অর্জন আমাদের সকলের।’ সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজশাহীতে পৃথক অভিযানে ৩৬ জন গ্রেফতার

» জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

» জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকারকে অগ্রাধিকার দেবে : আব্দুল হালিম

» হত্যা মামলার আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

» এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

» শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

» ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, দেখে নিন কবে কার খেলা

» বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ মোবাইল ব্যবসায়ীদের

» মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা

» পরিবেশ সুরক্ষায় শিগগিরই বাংলাদেশ-জাপান সমঝোতা স্মারক: রিজওয়ানা হাসান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই তাদের প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করেছে।

 

গত শনিবার (৪ অক্টোবর), আজমানের উম্মে আল মুমিনীন ওমেন’স এসোসিয়েশনে বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজন ছিল আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল সংস্কৃতির এক মিলনমেলা। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী নারী ও তাদের পরিবার অংশগ্রহণ করেন।

হলের নিচতলায় আয়োজন করা হয়েছিল এক বৈচিত্র্যময় মেলার, যেখানে জায়গা করে নিয়েছিল বাংলার ঐতিহ্য। দেশীয় শিল্প ও সংস্কৃতির বিভিন্ন স্টলে পাওয়া যায় জামদানি, কাতান, হাতে আঁকা শাড়ি, সালোয়ার কামিজসহ নানা ধরনের হস্তশিল্প। এছাড়া ছিল পিঠা-পুলি ও লোকজ খাবারের স্টল, যা প্রবাসীদের মনে করিয়ে দেয় দেশের স্বাদ ও ঘ্রাণ।

 

ক্লাবের দীর্ঘ সাত বছরের পথচলার স্মরণে, ক্লাবের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও নিবেদিতপ্রাণ ২৫ জন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর কাটা হয় ক্লাবের সাত বছর পূর্তির কেক।

 

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, লোকনৃত্য, কবিতা আবৃত্তি এবং খেলাধুলা। শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে প্রশংসনীয়, যারা তাদের পরিবেশনার মাধ্যমে তুলে ধরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য। এই অংশটিই বিশেষভাবে নজর কাড়ে, কারণ এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে সংযুক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাবন্য আদিল। সঞ্চালনায় ছিলেন তন্বী সাবরিন ও মহিউদ্দিন টিটু।

 

গণ্যমান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শরিফা সৈনিক, নুসরাত সামী, ফাতিমা আহাদ, লিজা হোসাইন, সহ-সভাপতি শারমিন রাখী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মহেসিনা সুলতানা তানিয়া, নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলী ও নাজ নাজমা প্রমুখ।

 

অতিথিরা বলেন, ‘ব্যস্ত প্রবাসজীবনে আমরা শুধু আনন্দ-বিনোদনের জন্য অনুষ্ঠান করি না; বরং এই ক্লাবের মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং দেশের সংস্কৃতিকে প্রবাসে লালন করি।’

তারা আরও বলেন, সাত বছরের এই সফল পথচলায় ক্লাবের প্রতিটি সদস্যের আন্তরিকতা, ঐক্য এবং সহযোগিতা ছিল অনস্বীকার্য। এই অর্জন আমাদের সকলের।’ সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com