ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে মো. আফসার উদ্দিন (৩০) নামে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি স্থানীয় আবুল হোসেনের ছেলে এবং হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় ফাইভ স্টার পিস্তল (ম্যাগাজিনসহ), এক রাউন্ড গুলি, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার উদ্দিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। আটক হওয়ার সময় অস্ত্র বিক্রির উদ্দেশ্যে তিনি উক্ত এলাকায় অবস্থান করছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি উখিয়া-টেকনাফ এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বেড়ে যাওয়ায় অভিযান জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।