ছবি সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন ছোট ভিডিও কনটেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে রিলস ফিচার চালুর পর ব্যবহারকারীরা লক্ষ্য করছেন, বড় ভিডিও আপলোড করলে তা অনেক সময় ভেঙে কয়েকটি পার্টে রিলস আকারে প্রকাশ হচ্ছে। এ কারণে তিন-চার মিনিটের একটি ভিডিও একসঙ্গে না দেখে খণ্ড খণ্ড আকারে দেখতে হচ্ছে।
কেন এমন হচ্ছে?
রিলসের সময়সীমা সীমিত
বর্তমানে ফেসবুকে রিলস সর্বোচ্চ ৯০ সেকেন্ড থেকে ২ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে (দেশ ও অ্যাপ সংস্করণের ভিন্নতায় সময়সীমা বদল হয়)। এর বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সেটিকে কেটে ভাগ করে নেয়।
অ্যালগরিদম পরিবর্তন
ফেসবুক চায় ব্যবহারকারীরা বেশি সময় প্ল্যাটফর্মে কাটাক, আর ছোট ভিডিও সেই লক্ষ্য পূরণে সাহায্য করে। তাই লম্বা ভিডিওকে ভেঙে রিলস আকারে দেখানো হচ্ছে, যাতে দর্শক একটার পর একটা অংশ দেখতে থাকে।
অ্যাপ টেস্টিং ও আপডেট
অনেক সময় ফেসবুক সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করে। ফলে কারও কাছে বড় ভিডিও সাধারণ পোস্ট আকারে দেখা গেলেও কারও কাছে সেটি রিলসে ভাগ হয়ে যাচ্ছে।
আপলোড সেটিংসের কারণে
ভিডিও আপলোড করার সময় যদি “রিলস” অপশন সিলেক্ট হয়ে যায়, তবে লম্বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ভেঙে কয়েকটি রিলসে রূপান্তরিত হবে।
সমাধান কী?
১. বড় ভিডিও আপলোড করতে চাইলে ‘ভিডিও পোস্ট’ অপশন ব্যবহার করুন, রিলস নয়।
২. ডেস্কটপ বা ওয়েব ভার্সন থেকে ভিডিও আপলোড করলে অনেক সময় সমস্যাটি এড়ানো যায়।
৩. ফেসবুক অ্যাপ আপডেট করে নিন এবং ভিডিওর সাইজ ও রেজুলেশন ঠিক আছে কিনা নিশ্চিত করুন।
৪. ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে ভিডিও আপলোড দিন।
সব মিলিয়ে বলা যায়, ফেসবুক এখন ছোট ভিডিও কনটেন্টকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাই বড় ভিডিও আপলোডের ক্ষেত্রে ব্যবহারকারীদের কৌশল পরিবর্তন করতে হচ্ছে। ভবিষ্যতে ফেসবুক এই ফিচারে কোনো পরিবর্তন আনে কিনা, তা সময়ই বলে দেবে।