বেনজীরের অর্থপাচার মামলা সেই মার্কিন নাগরিক এনায়েতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এ দিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরির কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে এনায়েত কাঠগড়ায় ঢলে পড়েন এবং পরে পুলিশ তাকে হাজতখানায় নিয়ে যান।

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী মিসেস জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা ও মেঝো কন্যা তাহসীন রাইসার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। তদন্তে এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা ধরা পড়ে।

 

এর আগে, ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এনায়েত ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ১৩ সেপ্টেম্বর গ্রেফতারের পর ১৫ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

 

মামলা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এনায়েতকে আটক করা হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে তার ফোনে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া যায়।

 

জিজ্ঞাসাবাদে এনায়েত দাবি করেছেন, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং বাংলাদেশে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এসে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» তাইওয়ানে মেট্রোতে ছুরি নিয়ে হামলা, হতাহত ১২

» সংসদ ভবনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

» জাতীয় নির্বাচন : পোস্টাল ভোট দিতে ৫ লাখ ২৯ হাজার নিবন্ধন

» লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা

» রাষ্ট্রীয় শোক আজ

» প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৫ লাখ ১৮ হাজার

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

» জামায়াতে ইসলামীর ২ দিনের কর্মসূচি ঘোষণা

» নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না: আমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেনজীরের অর্থপাচার মামলা সেই মার্কিন নাগরিক এনায়েতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এ দিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরির কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে এনায়েত কাঠগড়ায় ঢলে পড়েন এবং পরে পুলিশ তাকে হাজতখানায় নিয়ে যান।

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী মিসেস জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা ও মেঝো কন্যা তাহসীন রাইসার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। তদন্তে এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা ধরা পড়ে।

 

এর আগে, ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এনায়েত ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ১৩ সেপ্টেম্বর গ্রেফতারের পর ১৫ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

 

মামলা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এনায়েতকে আটক করা হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে তার ফোনে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া যায়।

 

জিজ্ঞাসাবাদে এনায়েত দাবি করেছেন, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং বাংলাদেশে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এসে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com