ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি স্টেশন এলাকায় ট্রেনে ধাক্কায় পলাশ চন্দ্র (৪০) এক যুবকের মৃত্য হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের উত্তর পাশে দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পলাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি উদাসীনভাবে রেল লাইনের উপর দিয়ে হাঁটাচলা ও ঘোরাফেরা করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।








