দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা চলছে: র‌্যাব ডিজি

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট :  দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তিনি জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সোশ্যাল মিডিয়া নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর তালতলা রোডের কালিমন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে কোনো তথ্য পান, তবে সেটি যাচাই না করে শেয়ার না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করছি। আমরা দ্রুত সেটি যাচাই করব। তথ্যটি সত্য হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ায়, তার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সবাই সতর্ক থাকলে কোনো বিশৃঙ্খলা ঘটবে না।’

 

তিনি আরও বলেন, ‘দেশে কিছু কাপরুষ ও অসুস্থ মানসিকতার লোক আছে, যারা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তবে আমরা সবাই মিলে সতর্ক থাকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব। পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং পাহারার ব্যবস্থা রাখতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি নিরাপত্তা দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্ম, দল, মত ও বর্ণনির্বিশেষে সবাই দুর্গা উৎসব উদযাপন করে থাকি। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশের ৮ থেকে ১০টি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

তিনি জানান, এবছর সারাদেশে ৩১ হাজার ৫৪৬টি দুর্গাপূজার মণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটিকেও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জোট করলেও নিজেদের মার্কায় ভোট করব : নুর

» আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

» বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন

» জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু

» মির্জা ফখরুলের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ

» লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

» ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর

» প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা

» বিশেষ অভিযানে মোট ১ ৫৭০ জন গ্রেফতার

» নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা চলছে: র‌্যাব ডিজি

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট :  দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তিনি জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সোশ্যাল মিডিয়া নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর তালতলা রোডের কালিমন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে কোনো তথ্য পান, তবে সেটি যাচাই না করে শেয়ার না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করছি। আমরা দ্রুত সেটি যাচাই করব। তথ্যটি সত্য হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ায়, তার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সবাই সতর্ক থাকলে কোনো বিশৃঙ্খলা ঘটবে না।’

 

তিনি আরও বলেন, ‘দেশে কিছু কাপরুষ ও অসুস্থ মানসিকতার লোক আছে, যারা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তবে আমরা সবাই মিলে সতর্ক থাকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব। পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং পাহারার ব্যবস্থা রাখতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি নিরাপত্তা দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্ম, দল, মত ও বর্ণনির্বিশেষে সবাই দুর্গা উৎসব উদযাপন করে থাকি। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশের ৮ থেকে ১০টি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

তিনি জানান, এবছর সারাদেশে ৩১ হাজার ৫৪৬টি দুর্গাপূজার মণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটিকেও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com