অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত: রাজনীতির স্বাভাবিক গতি নষ্ট হয়েছিল ১৯৭৫-এর ১৫ই আগস্টে শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যাকাণ্ডের মধ্যদিয়ে। সামরিক শাসক জিয়া ও এরশাদের বন্দুকের নল দিয়ে ক্ষমতা গ্রহণ ও রাজনীতিতে অবৈধ অনুপ্রবেশের মধ্যদিয়ে। বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে ও রাজাকার যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের মধ্য দিয়ে রাজনীতির স্বাভাবিক গতি নষ্টই হয়নি, পুরোপুরি নষ্টদের দখলে চলে যায়।
**রাজনীতি নষ্টদের দখলে চলে গেলে কি কি হয়?
(১) ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটে।
(২) রাজাকার, দেশবিরোধী ও যুদ্ধাপরাধীরা মন্ত্রী হয়।
(৩) রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান ঘটে।
(৪) দেশ দুর্নীতির চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করে।
(৫) বিদ্যুৎ উৎপাদন শূন্য হয়, ১২ ঘণ্টা লোডশেডিং থাকে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিকে, নষ্টদের দখলমুক্ত করার প্রক্রিয়ায় নিয়ে এসেছেন এবং যুদ্ধাপরাধের বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচার ও জঙ্গি দমনের মধ্য দিয়ে রাজনীতির স্বাভাবিক গতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছেন। ১৯৭৫ এর ১৫ই আগস্ট থেকে শুরু করে একের পর এক অন্যায় ও অবিচারের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে নষ্ট হয়ে যাওয়া রাজনীতিকে স্বাভাবিক গতিতে নিয়ে আসা কতটা কঠিন, তা শুধু ‘বকবক’ করা সুশীলদের মাথায় না ঢোকারই কথা!
লেখক: শিক্ষক ও গবেষক । সূএ:বাংলাদেশ প্রতিদিন