সংগৃহীত ছবি
ধর্ম ডেস্ক :বাচ্চা জন্মের পর মারা যাওয়া এবং মাতৃগর্ভে মারা যাওয়ার মধ্যে মাসয়ালা কিছুটা ভিন্ন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে সাধারণ মৃতের মতোই তার গোসল ও কাফন দিতে হবে এবং জানাজার নামাজ পড়ে দাফন করতে হবে। এ ধরনের বাচ্চার (বয়স সাত দিনের কম হলেও) নাম রাখার কথা হাদিস শরিফে বলা হয়েছে।
রাসুলুল্লাহ (স.) বলেছেন- إِذَا اسْتَهَلَّ الصَّبِيُّ، صُلِّيَ عَلَيْهِ وَوُرِثَ ‘শিশু (ভূমিষ্ঠ হওয়ার পর) চিৎকার করলে (অতঃপর মারা গেলে) তার জানাজা পড়তে হবে এবং তার উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে।’ (সুনানে ইবনে মাজাহ: ১৫০৮)
আর যদি বাচ্চা মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তার জানাজা পড়তে হবে না। তবে তাকে গোসল দিয়ে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। অবশ্য এধরনের বাচ্চাকে চাইলে তিন কাপড়েও কাফন দিতে পারবে। আর এ শিশুরও একটি নাম রেখে দিবে।
একই পন্থা অবলম্বন করবে অসম্পূর্ণভাবে জন্ম নেয়া মৃত শিশুদের ক্ষেত্রে, যাদের অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে।
আর যদি নষ্ট হয়ে যাওয়া গর্ভের কোনো অঙ্গ না হয়ে থাকে; বরং শুধু গোশতের টুকরা বের হয় তাহলে তা একটি কাপড়ে পেঁচিয়ে কোথাও দাফন করে দিবে। এক্ষেত্রে যেমন জানাজা নেই, তেমনিভাবে গোসল, নাম রাখা কোনোকিছুর বিধান নেই।
(জামে তিরমিজি: ১/২০০; মুসান্নাফ আবদুর রাজজাক: ৩/৫৩০; ফতোয়ায়ে খানিয়া: ১/১৮৬; তাবয়িনুল হাকায়েক ১/২৩৩; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৫৯; জামিউ আহকামিস সিগার: ১/৪২; আদ্দুররুল মুখতার: ২/২০৪, ২২,২২৮)