কোরবানির গোশতে আত্মীয়দের হক কতটুকু, না দিলে গুনাহ হবে?

সংগৃহীত ছবি

 

ধর্ম ডেস্ক  :কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু পশু জবাই নয়, বরং কোরবানির মাধ্যমে আত্মত্যাগ, আত্মীয়তা বজায় রাখা ও সামাজিক সহমর্মিতা প্রকাশ করাও এই ইবাদতের অন্যতম উদ্দেশ্য। তাই কোরবানির একটি গুরুত্বপূর্ণ দিক হলো—গোশত সঠিকভাবে বিতরণ করা।

 

কোরআন-হাদিসের নির্দেশ

আল্লাহ বলেন, ‘যে অভাবী, মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়-তাদেরকে খেতে দাও। এভাবেই আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি; যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।’ (সুরা হজ: ৩৬) আরও ইরশাদ হয়েছে, ‘এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুঃস্থ, অভাবগ্ৰস্তকে আহার করাও।’ (সুরা হজ: ২৮)

 

রাসুলুল্লাহ (স.) বলেন- ‘তোমরা কোরবানির গোশত সংরক্ষণ করো, খাও এবং অন্যকে খাওয়াও।’ (সহিহ বুখারি: ৫৫৮৯) এসব দলিলের ভিত্তিতে বিশুদ্ধ ফতোয়ার গ্রন্থগুলোতে বলা হয়েছে, কোরবানির মাংসের এক-তৃতীয়াংশ গরিব-মিসকিনকে এবং এক-তৃতীয়াংশ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো মাংস যদি নিজে রেখে দেয়, তাতেও কোনও অসুবিধা নেই। (বাদায়েউস সানায়ে ৪/২২৪,আলমগিরি: ৫/৩০০)

আত্মীয়দের হক কতটুকু?

ইসলামী শরিয়তের নির্দেশনা অনুযায়ী, কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা সুন্নত। ১. নিজের পরিবার ২. আত্মীয়-স্বজন ও প্রতিবেশী ৩. গরিব ও মিসকিন

 

আত্মীয়-স্বজনের হক এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে। তাই আত্মীয়দের না দিয়ে মাংসের সবটুকু নিজেরা রেখে দিলে সুন্নতের পরিপন্থী কাজ হবে। যদিও ফিকহবিদদের মতে, সবটাই নিজেরা খাওয়া জায়েজ, তবে আত্মীয়-স্বজনকে না দেওয়া ইসলামি আচার-আচরণ ও আদর্শবিরুদ্ধ।

 

আত্মীয়দের বঞ্চিত করলে গুনাহ?

সরাসরি ‘হারাম’ বলা না গেলেও এটি নাফরমানি, সুন্নতের অবজ্ঞা এবং রূহানিয়াত হারানোর সম্ভাবনা তৈরি করে। কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামে ফরজের কাছাকাছি গুরুত্ব পেয়েছে। হাদিসে এসেছে, ‘যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ বুখারি: ৫৯৮৪)

 

তাই কোরবানির গোশত আত্মীয়-স্বজনকে না দেওয়ার মধ্যে কৃতিত্ব নেই। বরং, আত্মীয়-স্বজন, গরিব-দুঃখী সবাইকে দেওয়া উত্তম। এমনকি আন্তরিকতা প্রকাশে নিজের হাতে গোশত পৌঁছে দেওয়া উত্তম। এটি শুধু দান নয়, বরং ভালোবাসা প্রকাশের একটি আমলিক রূপ।

 

আর কোরবানির গোশত আত্মীয়দের না দিয়ে শুধু নিজেরা খেলে সওয়াব, সম্পর্করক্ষা, দায়িত্ব ইত্যাদি গুরুত্বপূর্ণ কল্যাণগুলো হাতছাড়া হয়ে যায়। তাই কোরবানির মতো মহান আত্মত্যাগের আচারে আত্মীয়দের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝার ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

সূএ : ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পরিবেশবান্ধব স্মার্ট রান্নারপ্রসারেব্র্যাক ব্যাংক ও ভিশন এম্পোরিয়ামের উদ্যোগ

» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোরবানির গোশতে আত্মীয়দের হক কতটুকু, না দিলে গুনাহ হবে?

সংগৃহীত ছবি

 

ধর্ম ডেস্ক  :কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু পশু জবাই নয়, বরং কোরবানির মাধ্যমে আত্মত্যাগ, আত্মীয়তা বজায় রাখা ও সামাজিক সহমর্মিতা প্রকাশ করাও এই ইবাদতের অন্যতম উদ্দেশ্য। তাই কোরবানির একটি গুরুত্বপূর্ণ দিক হলো—গোশত সঠিকভাবে বিতরণ করা।

 

কোরআন-হাদিসের নির্দেশ

আল্লাহ বলেন, ‘যে অভাবী, মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়-তাদেরকে খেতে দাও। এভাবেই আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি; যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।’ (সুরা হজ: ৩৬) আরও ইরশাদ হয়েছে, ‘এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুঃস্থ, অভাবগ্ৰস্তকে আহার করাও।’ (সুরা হজ: ২৮)

 

রাসুলুল্লাহ (স.) বলেন- ‘তোমরা কোরবানির গোশত সংরক্ষণ করো, খাও এবং অন্যকে খাওয়াও।’ (সহিহ বুখারি: ৫৫৮৯) এসব দলিলের ভিত্তিতে বিশুদ্ধ ফতোয়ার গ্রন্থগুলোতে বলা হয়েছে, কোরবানির মাংসের এক-তৃতীয়াংশ গরিব-মিসকিনকে এবং এক-তৃতীয়াংশ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো মাংস যদি নিজে রেখে দেয়, তাতেও কোনও অসুবিধা নেই। (বাদায়েউস সানায়ে ৪/২২৪,আলমগিরি: ৫/৩০০)

আত্মীয়দের হক কতটুকু?

ইসলামী শরিয়তের নির্দেশনা অনুযায়ী, কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা সুন্নত। ১. নিজের পরিবার ২. আত্মীয়-স্বজন ও প্রতিবেশী ৩. গরিব ও মিসকিন

 

আত্মীয়-স্বজনের হক এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে। তাই আত্মীয়দের না দিয়ে মাংসের সবটুকু নিজেরা রেখে দিলে সুন্নতের পরিপন্থী কাজ হবে। যদিও ফিকহবিদদের মতে, সবটাই নিজেরা খাওয়া জায়েজ, তবে আত্মীয়-স্বজনকে না দেওয়া ইসলামি আচার-আচরণ ও আদর্শবিরুদ্ধ।

 

আত্মীয়দের বঞ্চিত করলে গুনাহ?

সরাসরি ‘হারাম’ বলা না গেলেও এটি নাফরমানি, সুন্নতের অবজ্ঞা এবং রূহানিয়াত হারানোর সম্ভাবনা তৈরি করে। কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামে ফরজের কাছাকাছি গুরুত্ব পেয়েছে। হাদিসে এসেছে, ‘যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ বুখারি: ৫৯৮৪)

 

তাই কোরবানির গোশত আত্মীয়-স্বজনকে না দেওয়ার মধ্যে কৃতিত্ব নেই। বরং, আত্মীয়-স্বজন, গরিব-দুঃখী সবাইকে দেওয়া উত্তম। এমনকি আন্তরিকতা প্রকাশে নিজের হাতে গোশত পৌঁছে দেওয়া উত্তম। এটি শুধু দান নয়, বরং ভালোবাসা প্রকাশের একটি আমলিক রূপ।

 

আর কোরবানির গোশত আত্মীয়দের না দিয়ে শুধু নিজেরা খেলে সওয়াব, সম্পর্করক্ষা, দায়িত্ব ইত্যাদি গুরুত্বপূর্ণ কল্যাণগুলো হাতছাড়া হয়ে যায়। তাই কোরবানির মতো মহান আত্মত্যাগের আচারে আত্মীয়দের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝার ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

সূএ : ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com